যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি ফুটবল ম্যাচের পর নির্বিচারে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শহরের মেয়র জন লি বিবিসি-র ইউএস পার্টনার সিবিএস-কে জানিয়েছেন, রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১২০ মাইল (১৯০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত লেল্যান্ডের প্রধান সড়কে মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে চারজনকে এয়ারলিফট করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শুক্রবার লেল্যান্ডে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় ছিল কারণ স্থানীয় হাই স্কুলের একটি ফুটবল খেলা ছিল, যা 'হোমকামিং' উপলক্ষে আয়োজিত হয়েছিল। 'হোমকামিং' হলো একটি বার্ষিক মার্কিন প্রথা, যা সাধারণত শরতে পালিত হয়। এই প্রথায় সাবেক শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় স্কুল এবং সম্প্রদায়ের স্পিরিট উদযাপনের জন্য।
সূত্র: বিবিসি
আইকে/টিকে