দূষণ থেকে বাঁচাতে ভারতে দেবীর মুখে মাস্ক

দেবতাদের শহর বলে খ্যাত ভারতের বারাণসীতে বায়ুদূষণ থেকে বাঁচাতে দেব-দেবীর মূর্তিতে মুখোশ পরিয়েছেন পুরোহিত ও ভক্তরা। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দূষিত বায়ু থেকে আরাধ্য ঈশ্বরকে রক্ষা করতে শিব-পার্বতীর মন্দিরে থাকা প্রতিমাগুলোকে পুরোহিত এবং ভক্তরা মিলে মাস্ক পরিয়ে দিয়েছেন।

পুরোহিত হরিশ মিশ্র বলেন, 'বারাণসী আস্থার নগরী। আমরা দেবতাদের এখানে মানুষের মতো করেই ভাবি। যখন খুব গরম পড়ে তখন দেবতাদের শরীর ঠাণ্ডা রাখার জন্য তাদের শরীরে চন্দন লেপে দেওয়া হয়। শীতকালে দেবতাদের সোয়েটারও পরানো হয়। তাই যখন মানুষের মতোই দেখি তাহলে নিশ্চয়ই তাদের এই দূষণে খুবই কষ্ট হচ্ছে। তাই আমরা প্রতিমাদের মুখে মাস্ক পরিয়েছি।'

তিনি বলেন, 'কালীর মূর্তিতে মাস্ক পরানো হলে তার জিহবাও ঢাকা পড়ে যায়। শাস্ত্রে নাকি বলা আছে, কালীর জিহবা ঢাকা যাবে না, তাই পরে তার মুখোশ খুলে ফেলা হয়। এখন কিছুটা হলেও দূষণ কমেছে, যদি আবার বাড়ে তাহলে প্রতিমাদের মুখোশ পরানো হবে।'

অভিযোগ করে তিনি বলেন, 'দীপাবলিতে মানুষজন এই অঞ্চলে এত পরিমাণে আতশবাজি জ্বালিয়েছে যে, পরের দিন থেকেই গঙ্গার ঘাটে ঘাটে ধোঁয়ায় ভর্তি হয়েছিল। ধোঁয়ায় চোখ জ্বলা থেকে শুরু করে শ্বাসপ্রশ্বাসের সমস্যাও দেখা দিয়েছে। গাছপালা কেটে ফেলার ফলে এখানে অক্সিজেনেরও অভাব রয়েছে।'

সম্প্রতি ভারতে বায়ুদূষণের মাত্রা এতটাই বেড়েছে যে, ধোঁয়ার কারণে বিমানবন্দরের রানওয়ে দেখা যায়নি। ফলে দিল্লি বিমানবন্দর থেকে ৩২টি বিমান দিক পরিবর্তন করে ফিরে গেছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: