ইরাকে যুক্তরাষ্ট্রের সব সেনা ঘাঁটি বন্ধ হয়ে যাচ্ছে, শুধু দুটি পরামর্শমূলক ঘাঁটি রেখে দিচ্ছে ওয়াশিংটন। শাফাক নিউজ জানিয়েছে, ইরাক ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি অনুযায়ী মার্কিন সেনা প্রত্যাহার নির্ধারিত সময় অনুযায়ী চলছে।
সূত্র জানিয়েছে, এ দুটি ঘাঁটিতে খুব সীমিত সংখ্যক মার্কিন সামরিক উপদেষ্টা থাকবেন। তারা শুধু প্রশিক্ষণ ও সমন্বয়ের কাজে ইরাকি বাহিনীকে সহায়তা করবেন, প্রয়োজনে।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধ-সংশ্লিষ্ট সেনা ইরাক ছাড়বে। আগে প্রায় ২ হাজার সদস্য নিয়ে গঠিত ছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশন বাহিনী; এখন সংখ্যা কমে ৫০০-রও নিচে নামবে। এদের বেশির ভাগকে উত্তর ইরাকের এরবিলে রাখা হবে, বাকিদের পাঠানো হবে কুয়েতে।
ইরাক সরকার একে বলছে ‘সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার পদক্ষেপ’। তবে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বজায় থাকবে। অন্যদিকে, ইরানপন্থি দলগুলো একে ‘প্রতিরোধের জয়’ হিসেবে দেখছে। আর কুর্দি নেতারা বলছেন, উত্তর ইরাকে আইএসের পুনরুত্থান ঠেকাতে সীমিত মার্কিন উপস্থিতি প্রয়োজন।
এবি/টিকে