বক্স অফিসে দ্য ফ্যামিলি স্টার আশানুরূপ সাড়া না পেলেও আবারও একসঙ্গে ফিরছেন বিজয় দেবরাকোন্ডা ও কীর্তি সুরেশ। নতুন এই চলচ্চিত্রের পরিচালনায় রয়েছেন রাজা ভারু রানি গারু খ্যাত পরিচালক রবি কিরণ কোলা, আর প্রযোজনায় আছেন জনপ্রিয় প্রযোজক দিল রাজু। আজ হায়দরাবাদের এসভিসি অফিসে পূজা অর্চনার মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব - আল্লু আরাভিন্দ ও নিরঞ্জন রেড্ডি। ছবিটি নির্মিত হচ্ছে উপকূলীয় অন্ধ্র প্রদেশের প্রেক্ষাপটে, যেখানে বিজয়কে দেখা যাবে স্থানীয় উপভাষায় কথা বলতে। এই চরিত্রের মাধ্যমে দর্শকরা আবারও পাবেন তাঁর জনপ্রিয় গীতা গোবিন্দম-এর দিনগুলোর স্মৃতি।
অন্যদিকে, ছবির সঙ্গীত পরিচালনা করছেন মালয়ালম সঙ্গীতশিল্পী ক্রিস্টো জেভিয়ার, যিনি এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশনধর্মী গল্পে থাকছে প্রেম, প্রতিশোধ ও মানবিক সম্পর্কের গভীর টানাপোড়েন। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে নিয়মিত শুটিং। শিল্পী ও নির্মাতাদের বিশ্বাস, এটি হবে বিজয়-কীর্তি জুটির সবচেয়ে শক্তিশালী কাজগুলোর একটি।
টিকে/