অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের পক্ষে বিশাল সমর্থন সমাবেশ

ফিলিস্তিনিদের সমর্থনে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছেন। রোববার অস্ট্রেলিয়ার অন্তত ২৭টি স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের অংশ নেওয়া অনেকে গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি টিকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

সমাবেশের আয়োজনকারী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বলেছে, অস্ট্রেলিয়ার সর্বাধিক জনবহুল শহর সিডনিতে বিক্ষোভে প্রায় ৩০ হাজার মানুষ যোগ অংশ নিয়েছেন। তবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিক কোনও হিসাব জানায়নি পুলিশ।

এদিকে, রোববার সকালের দিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরের দৃশ্য দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সৈন্যরা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে চলে গেছেন। দুই বছর ধরে চলা গাজা উপত্যকায় এই যুদ্ধে ইতোমধ্যে ৬৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং গাজার বেশিরভাগ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এক বিবৃতিতে সিডনি বিক্ষোভ সমাবেশের আয়োজক আমাল নাসের বলেছেন, যুদ্ধবিরতি টিকলেও ইসরায়েল এখনও গাজা ও পশ্চিম তীরে সামরিক দখল চালিয়ে যাচ্ছে। এই দখলদারিত্ব এবং ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বৈষম্য এক ধরনের বর্ণবৈষম্যমূলক শাসনব্যবস্থা তৈরি করেছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ও ঐতিহ্যবাহী কেফিয়াহ পরিহিত অবস্থায় শহরের প্রধান প্রধান সড়কে পদযাত্রা করেন। পুলিশ বলেছে, দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শেষ হয়েছে। বিক্ষোভ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া অ্যাবি জর্ডান বলেন, ইসরায়েলের তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী হবে না। তিনি বলেন, ইসরায়েল অতীতে কখনও কোনও যুদ্ধবিরতি রক্ষা করেনি। ৭৮ বছর ধরে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদাত্বি চালিয়ে যাচ্ছে। আমরা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহ্বান জানাই।

তবে অস্ট্রেলিয়ার ২০০টিরও বেশি ইহুদি সংগঠনের প্রতিনিধিত্বকারী গোষ্ঠী এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি ওই বিক্ষোবের নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটির সহ–প্রধান নির্বাহী পিটার ওয়ার্থহেইম বলেন, ‌‌‘‘বিক্ষোভকারীরা চান এই চুক্তি ব্যর্থ হোক। যার অর্থ যুদ্ধ জারি থাকুক।’’

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হন। পরে সেদিনই গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন থেকে চলা ইসরায়েলি যুদ্ধে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং উপত্যকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইসরায়েলি যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায়, বিশেষ করে সিডনি ও মেলবোর্নে নিয়মিত ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে।

সূত্র: রয়টার্স।

আইকে/এসেএন


Share this news on:

সর্বশেষ

img
আজ অনুষ্ঠিত হবে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভা Nov 27, 2025
img
গৌতম গম্ভীর থাকছেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের Nov 27, 2025
img
ওয়াশিংটনে গুলি চালানো সন্দেহভাজন আফগানিস্তান থেকে এসেছেন : ট্রাম্প Nov 27, 2025
img
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: উপদেষ্টা ফরিদা আখতার Nov 27, 2025
img
বিয়ে জটিলতায় অমিতাভের অনুষ্ঠানে উপস্থিত হননি স্মৃতি Nov 27, 2025
img
‘গুস্তাখ ইশক’ এ পুরোনো দিল্লির প্রেমের কাব্য Nov 27, 2025
img
আরিফিন শুভ ও ঐশী অভিনীত ‘নূর’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে Nov 27, 2025
img
তারকাদের ছবিতে ‘৯’, ‘২৪’, ‘১০০০’: এই সংখ্যার রহস্য কী? Nov 27, 2025
img
‘প্রিন্স’-এ শাকিবের কলকাতার নায়িকাও কি তবে চূড়ান্ত ? Nov 27, 2025
img

প্লট দুর্নীতির ৩ মামলা

শেখ হাসিনার ২১ বছরের কারাদন্ড Nov 27, 2025
img
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন ১৮ ঘণ্টা পরও নেভেনি, গ্রেপ্তার ৩ Nov 27, 2025
img
ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে ব্যবস্থা নেবে বিসিবি Nov 27, 2025
img
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি Nov 27, 2025
img
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৫১ হাজার Nov 27, 2025
img
প্রচারণার ক্লান্তি ও ‘আধো আব্বা বলা’ সন্তানকে নিয়ে আবেগঘন পোস্ট হাদির Nov 27, 2025
img
নিরাপত্তার কারণে গায়ক অনুব জৈনের কনসার্ট স্থগিত Nov 27, 2025
img
কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন Nov 27, 2025
img
সৌম্য-হাসান মাহমুদকে দলে ভেড়াল নোয়াখালী Nov 27, 2025
img
নেটফ্লিক্সের “ডাইনিং উইথ দ্যা কাপুরস”-এ আলিয়ার অভাব Nov 27, 2025
img

হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় আজ

আদালতে নেওয়া হলো আসামি খুরশীদ আলমকে Nov 27, 2025