বাংলাদেশে জলবিদ্যুৎ রফতানির ক্ষেত্রে ভারত তার সড়ক ব্যবহার করতে দেবে বলে ভুটান আশা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ সেন্টারে বাংলাদেশ-ভুটানের সম্পর্ক নিয়ে কান্ট্রি ডায়ালগে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে ভুটানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ঢাকা-থিম্পু একই লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ বড় দেশ হওয়ায় ভারী যানবাহন ব্যবহার করবে পরিবহনের ক্ষেত্রে। যার জন্য ছোট দেশ ভুটানের অবকাঠামো প্রস্তুত ছিল না। এ কারণেই ভুটান বিবিআইএনে স্বাক্ষর করেনি। চলতি বছরের শেষে ঢাকায় বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।
এসএস/টিকে