ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো এই সংস্করণে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
এর আগে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে অঙ্কনের। এ ছাড়া দলে ফিরেছেন সৌম্য সরকার।
অন্যদিকে আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও নাঈম শেখ।
সিরিজের প্রথম ম্যাচ হবে ১৮ অক্টোবর। এরপর বাকি দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর। সব ম্যাচই মিরপুরে।
বাংলাদেশের স্কোয়াড-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।
টিজে/এসএন