রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ৭৯১ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। নিয়মিত ভালো ফলাফলের এই ধারাবাহিকতায় কলেজ প্রশাসন এবারের সাফল্য ২১ জুলাই বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি উৎসর্গ করেছে।
কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর বাংলা ও ইংরেজি দুই মাধ্যম মিলিয়ে কলেজটির ২ হাজার ৯৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৯৭৬ জন, পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। মোট ৭৯১ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে।
এরমধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী, তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৩৭০ জন- পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। এই বিভাগে ৭৪৮ জন জিপিএ–৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া ৩০৫ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, অর্থাৎ পাসের হার ১০০ শতাংশ। তাদের মধ্যে ২৩ জন জিপিএ–৫ অর্জন করেছে। মানবিক বিভাগে অংশ নেয় ৩০৩ জন শিক্ষার্থী, পাস করে ৩০১ জন, পাসের হার ৯৯ দশমিক ৩৪ শতাংশ। মানবিক বিভাগে ২০ জন শিক্ষার্থী জিপিএ–৫ পায়।
কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, শিক্ষক–শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবক- সবার সম্মিলিত প্রচেষ্টার ফলই এই সাফল্য। প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষকদের একনিষ্ঠ পরিশ্রম ও শিক্ষার্থীদের অধ্যবসায় আমাদের সাফল্যের মূল কারণ।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য গুণগতমানের শিক্ষা নিশ্চিত করি। নিয়মিত শ্রেণিকক্ষ পাঠদান ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে তাদের সার্বিক বিকাশে কাজ করছি, যা ভালো ফলাফলের প্রধান নিয়ামক।
এ ছাড়া তিনি এই ফলাফলের সাফল্য ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি উৎসর্গ করেছেন।
কেএন/টিএ