ভারতের ত্রিপুরা সীমান্তে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৭), কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২১) এবং আলীনগর গ্রামের মৃত আশ্বব উল্লার ছেলে জুয়েল মিয়া (৩০)।
জানা যায়, গত মঙ্গলবার (১৪ই অক্টোবর) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় প্রবেশ করেন ওই তিনজন। পরদিন বুধবার (১৫ই অক্টোবর) বিকেলে স্থানীয় ভারতীয়রা গরুচোর সন্দেহে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর খোয়াই জেলা হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম. সালিমুল হক, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষ থেকে খোয়াই থানার ওসি সুবির মালাকারসহ বিএসএফ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টিজে/এসএন