ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে উঠে অনেকে চমকে যান। কারণ, সেই বাসেই যাত্রী হিসেবে ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম।
গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন তিনি। তবে সিট না পেয়ে নির্দ্বিধায় চালকের পাশের ছোট বসার জায়গায় বসে পড়েন।
বাসে থাকা এক যাত্রী সিট ছেড়ে দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। এমনকি পরেও যখন অন্যরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিট ছেড়ে দিতে চেয়েছেন, তিনি হাসিমুখে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের জায়গাতেই বসে ছিলেন।
ওই যাত্রী ফেসবুকে লিখেছেন, আজ সকালে ময়মনসিংহ রাজিব বাসে ঢাকা আসছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে ডা.এজাজুল ইসলাম বাসে ওঠেন।
আগে উনার সম্পর্কে অনেক পজিটিভ কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম উনার সাধারণ চলাফেরা। সিট না পেয়ে ড্রাইভারের সাথের বসার জায়গায় বসছিলেন আমি আমার সিট ছেড়ে উনাকে বসতে বললাম উনি বসলেন না ওখানেই বসলেন। বাসে আরো অনেকেই উনার সম্মানে সিট ছেড়ে উনাকে বসতে বললেও উনি ওখানেই বসলেন বরং আমার সাথের সিট খালি হওয়ায় আবারো উনাকে ডাকলাম উনি উনার পাশের আরেকজনকে বসতে বললেন।
তিনি বলেন, বর্তমানে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারের সাথে হাটা বা কথা বলা অথবা বসা অকল্পনীয় অথচ উনি এত বড় ডাক্তার গুণী অভিনেতা হয়েও এত সাধারণ চলাফেরা বাসের সবাইকে বিমহিত করেছে। আসলে সত্যিই উনি গরিবের ডাক্তার।
পোস্টটি শেয়ার হওয়ার পর মুহূর্তেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই এই পোস্টে প্রশংসা জানিয়ে লিখেছেন, এটাই একজন প্রকৃত তারকার পরিচয়। আরেকজন মন্তব্য করেছেন, এমন মানুষরা সমাজে আলোর দিশা দেখান।
আরপি/এসএন