হংকংয়ের বিখ্যাত মার্শাল আর্টিস্ট এবং অ্যাকশনধর্মী সিনেমার তারকা অভিনেতা ব্রুস লিউং মারা গেছেন। গত ১৪ জানুয়ারি মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৭ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মীরা।
মার্কিন সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুস লিউংয়ের মৃত্যুর সময় পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন। তার ঘনিষ্ঠ এক বন্ধু এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, তিন সন্তানের বাবা ব্রুস লিউং হার্ট অ্যাটাকে মারা গেছেন।
১৯৭৮ সালের অ্যাকশন ও কমেডি ধাঁচের সিনেমা ‘ম্যাগনিফিসেন্ট বডিগার্ডস’-এ ব্রুস লিউংয়ের সঙ্গে কাজ করা অভিনেতা জ্যাকি চানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে তার মৃত্যুতে। জ্যাকি চান বলেছেন, আমার স্মৃতিতে তিনি একজন কুংফু মাস্টার ছিলেন। তিনি অনেক ঐতিহ্যবাহী মার্শাল আর্টে দক্ষ ছিলেন। তার প্রতিটি ক্ষেত্রে অনন্য শৈলী ছিল।
৭১ বছর বয়সী জ্যাকি চান আরও বলেন, ব্রুস লিউং তার জীবনে প্রাপ্ত সব শিক্ষা সিনেমা ও টেলিভিশনের জন্য উৎসর্গ করেছেন। অনেক ক্লাসিক চরিত্র তৈরি করেছেন, যা দর্শকমহলে প্রশংসিত।
চীনা ভাষার মার্শাল আর্ট সিনেমায় ব্রুস লিউং-কে প্রয়াত অভিনেতা ব্রুস লি, জ্যাকি চান এবং টি লং-এর মতো তারকাদের সঙ্গে হংকংয়ের ফোর ড্রাগনের একজন হিসেবে গণ্য করা হতো।
মাত্র অল্প বয়সেই বাবার কাছ থেকে মার্শাল আর্ট শিখেছিলেন ব্রুস লিউং। ক্যারিয়ারে এক ডজনের মতো কুংফু সিনেমায় অভিনয় করেছেন। ৭০ ও ৮০ দশকে তারকা খ্যাতি লাভের পর অভিনয় থেকে সরে গিয়ে ব্যবসায় জড়িয়ে পড়েন। তারপর স্টিফেন চৌ’র ২০০৪ সালের বক্স অফিসে হিট করা সিনেমা ‘কুংফু হাসল’-তে খলনায়ক বিস্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রত্যাবর্তন করেন।
ব্রুস লিউং ‘দ্য লিজেন্ডারি ফোক’ সিরিজ এবং ‘দ্য ড্রাগন লিভস এগেইন’, ‘ম্যাগনিফিসেন্ট বডিগার্ডস’, ‘গ্যালান্টস’ সিনেমায় অভিনয় করেছেন। এ অভিনেতা ব্যক্তিজীবনে দুইবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। ১৯৭৫ সালে গায়িকা আইরিন রাইডারকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যাসন্তান হয়। বিয়ের কয়েক বছর পরই আশির দশকে বিচ্ছেদ হয় তাদের। এরপর ১৯৯৫ সালে সং জিয়াংকে বিয়ে করেন এবং এই সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান হয় তাদের।
এবি/টিএ