প্রিমিয়ার লিগের পর এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও হতাশা সঙ্গী হলো ম্যানচেস্টার সিটির। অপেক্ষাকৃত দুর্বল নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটের কাছে ধরাশায়ী হলো ইংলিশ জায়ান্টরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ম্যানসিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বোডো/গ্লিমট। দলের জয়ে জোড়া গোল করেছেন ড্যানিশ ফরোয়ার্ড কাস্ফার হগ, একটি গোল করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড জেন্স পিটার হউগে। সিটির হয়ে একটি গোল শোধ করেছেন ফরাসি উইঙ্গার রায়ান চের্কি।
নরওয়ের একটি ছোট শহর বোডো। ৫৫ হাজার জনসংখ্যার এ শহরের মানুষ মাছ শিকার করে জীবনযাপন করে। ম্যানসিটিকে তারা যে মাঠে আতিথেয়তা দিয়েছে তার ধারণক্ষমতা মাত্র ৮ হাজার। এই ছোট শহরের ছোট ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টদের বিপক্ষে। আর তাদের দিয়েছে এক তিক্ত অভিজ্ঞতা।
পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রাখলেও প্রথমার্ধেই জোড়া গোলে পিছিয়ে পড়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। ২২ ও ২৪; মাত্র দুই মিনিটের মধ্যে গোলমুখে সতীর্থ ব্লোমবার্গের থেকে দুবার বল পেয়ে দুবারই জালে জড়ান ড্যানিশ ফরোয়ার্ড কাস্ফার হগ। ম্যাচে ফিরতে লড়াই চালিয়ে যাওয়া সিটি উল্টো দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে আরেকটি গোল হজম করে। সন্দ্রে ব্রান্সটাড ফেটের থেকে বল পেয়ে এবার ব্যবধান ৩-০ করেন জেন্স হউগে।
অনেক চেষ্টার পর ৬০তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় সিটি। ও’রেইলির বাড়ানো বল জালে জড়ান রায়ান চের্কি। কিন্তু পরের মিনিটেই দলকে বিপদে ফেলেন মিডফিল্ডার রদ্রি।
জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এ স্প্যানিশ। তাতে ১০ জনের দলে পরিণত হয় সিটি। তার পরও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হন ওমর মারমুশ, ফিল ফোডেন কিংবা আর্লিং হলান্ডরা। তাতে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সিটি।
৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে চারে অবস্থান করছে তারা। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে উঠে এসেছে বোডো।
এসএস/টিএ