রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে হঠাৎ ঢুকে পড়েন সহস্রাধিক শিক্ষার্থী। এ ঘটনায় ফলাফল ঘোষণায় কিছুটা বিঘ্ন ঘটে। শুক্রবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোট গণনা চলাকালে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেয়া হয়েছিল পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী ও প্রার্থীদের। প্রথম চারটি হলের ফলাফল ঘোষণার পর প্রার্থীদেরও বেরিয়ে যাওয়ার অনুরোধ জানায় নির্বাচন কমিশন।
কিন্তু রাত পৌনে ৪টার দিকে হঠাৎ করে মিলনায়তনের একটি গেট দিয়ে কয়েক মিনিটের মধ্যে সহস্রাধিক শিক্ষার্থী প্রবেশ করেন। তখন সৈয়দ আমীর আলী হলের ফলাফল ঘোষণা করছিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। শুরুতে তিনি শিক্ষার্থীদের মিলনায়তনে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা দেননি। ফলাফল ঘোষণার মাঝপথে তিনি শিক্ষার্থীদের হইচই না করে নিজেদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
তবে এ হলের ফলাফল ঘোষণার পরপরই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম শিক্ষার্থীদের বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, বেরিয়ে না গেলে ভোট গণনা বন্ধ রাখবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনারের পর আরও দুজন নির্বাচন কমিশনার শিক্ষার্থীদের বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলে ধীরে ধীরে তারা বেরিয়ে যেতে শুরু করেন। তবে প্রায় পুরো মিলনায়তন শিক্ষার্থী দিয়ে পূর্ণ হয়ে যাওয়ায় এই প্রক্রিয়ায় বেশ খানিকটা সময় লাগে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ৪টা ৫ মিনিটে আবার ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়।
এসএস/টিএ