তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্বলন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা নদীর তীরে মশাল প্রজ্বলন করে এ দাবী জানান তারা। এসময় তিস্তা পাড়ের কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ হাতে হাত ধরে মশাল উচিয়ে তাদের এ দাবী জানান।
মশাল মিছিলে অংশ নিতে আসা মানুষজন বলেন, 'কেবল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেই মুক্তি মিলবে ফসলহানি, বসতভিটা হারানোসহ নানা দুর্ভোগ থেকে। অসময়ে উজানের ঢলে ডুববে না ফসল, ভাঙ্গবে না বাপ দাদার পৈত্রিক ভিটেমাটি। বাঁচবে নদী তীরের জীব বৈচিত্র্য।'