রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটের মাঠে নেমে আলোচনায় আসেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। প্রচার- প্রচারণায় মিডিয়ার নজর কাড়েন তিনি। সমর্থকদের বিশ্বাস ছিল এই পদটি থাকবে তার দখলেই। তবে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে পিছিয়েই রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত পর্যন্ত ১১টি হলের প্রকাশিত ফলাফলে জিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৩৯৭৩ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষার বাক্সে পড়েছে ৩১৮৪ ভোট। মেয়েদের ছয়টি হলেও ভোট কম পেয়েছেন এষা।
এজিএস পদে এই হলগুলোতে বেশি সংখ্যক ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির। তিনি পান ২২৯৫ ভোট। ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন এই হলগুলোতে পেয়েছেন ১৭০৭ ভোট।
অন্যদিকে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। তবে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন বেশি।
এসএস/টিএ