কাতারের রাজধানী দোহায় পরিকল্পিত আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ইসলামাবাদ-কাবুলের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। শুক্রবার (১৭ অক্টোবর) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের তথ্য তুলে ধরে জিও নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান একটি বড় অগ্রগতিতে যাওয়ার লক্ষ্যে পারস্পরিকভাবে দোহায় পরিকল্পিত আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তাদের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানি প্রতিনিধিদল ইতোমধ্যেই দোহায় পৌঁছেছে এবং শনিবার আফগান প্রতিনিধিদল কাতারের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। তবে আলোচনায় প্রতিনিধিদলে কারা থাকছেন তা এখনও প্রকাশিত হয়নি।
এর আগে দু’দেশের মধ্যে সাম্প্রতিক সংঘাতে বহু সেনা ও বেসামরিক নাগরিক হতাহতের পর আফগানিস্তানের অনুরোধে বুধবার একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান। এছাড়া এই সংকট স্থায়ীভাবে সমাধানে কাজ করার জন্য প্রস্তাব দেয় সৌদি, কাতার ও ইরানসহ বেশ কয়েকটি দেশ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানও সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানান, ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময়, উভয় পক্ষই গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।
ইসলামাবাদ বরাবরই অভিযোগ করে আসছে পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পটভূমিতে তালেবান সরকার আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করছে।
তালেবান বাহিনী এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গত ১২ অক্টোবর পাকিস্তানে বিনা উসকানিতে আক্রমণ চালায় বলে অভিযোগ করে ইসলামাবাদ। এরপরই পাক বাহিনী অভিযানে নামে। আত্মরক্ষামূলক পদক্ষেপে ২০০ জনেরও বেশি আফগান তালেবান এবং সংশ্লিষ্ট হামলাকারীদের হত্যা করার দাবিও করে পাকিস্তান।
পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, তালেবান বাহিনী ও টিটিপির সঙ্গে সংঘর্ষে তাদের ২৩ জন সেনা প্রাণ হারিয়েছে। যদিও আফগান সরকার দাবি করে, সংঘাতে নিহত হয়েছে পাকিস্তানের ৫৮ সেনা।
সূত্র: জিও নিউজ
ইএ/টিএ