বলিউডের আকাশে আবার ঘনীভূত হয়েছে নোরা ফতেহিকে ঘিরে জল্পনার মেঘ। কিছুদিন আগেই মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তাঁর নাম জড়িয়ে সমাজমাধ্যমে আলোড়ন উঠেছিল, সেই ঢেউ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই ফের ফিরে এসেছে পুরনো এক প্রেমকথা। এবার আলোচনার কেন্দ্রে একসঙ্গে দুই পুরুষ, আর মাঝখানে নোরা।
কয়েক দিন আগে হঠাৎ করেই সামনে আসে ২০২২ সালের একটি আলোচিত ভিডিও। সেখানে টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে নোরার ঘনিষ্ঠতার প্রসঙ্গ উঠে আসে। তখন শোনা গিয়েছিল, এই সম্পর্কের কথা নাকি ভূষণের স্ত্রী দিব্যা খোসলাও জানতেন, তবে তিনি বিষয়টিকে বেশি দূর গড়াতে দেননি। সেই সময় প্রকাশ্যে তোলপাড় শুরু হলেও ভূষণ কিংবা দিব্যা কেউই মুখ খোলেননি। নোরা শুধু একটি হাসিমুখের প্রতিকী চিহ্ন দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যা রহস্য আরও ঘনীভূত করে।
এর মাঝেই নতুন করে চর্চায় উঠে আসে হাকিমির নাম। নোরার একটি পোস্টে ফুটবলারের পছন্দচিহ্ন পড়তেই শুরু হয় প্রেমের গুঞ্জন। পরে অভিনেত্রীকে মরক্কোতেও দেখা যায়, আফ্রিকা মহাদেশের ফুটবল প্রতিযোগিতার সময় মাঠে উপস্থিত ছিলেন তিনি। লাল জ্যাকেট, সাদা ছোট পোশাক আর জিন্সে সজ্জিত নোরার ছবি ছড়িয়ে পড়তেই জল্পনা আরও তীব্র হয়, যেন প্রেমের আগুনে ঘি ঢালা হলো।
এই দুই ঘটনার রেশ ধরেই বলিউডের অন্দরে নতুন ফিসফাস, ভূষণের সঙ্গে পুরনো সম্পর্ক নাকি এখনও অটুট, আবার হাকিমির সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ছে। তাই প্রশ্ন উঠেছে, নোরা কি সত্যিই একই সময়ে দুই পুরুষের প্রেমে মত্ত, নাকি সবটাই গুঞ্জনের খেলা। আপাতত তিন পক্ষই চুপ, আর সেই নীরবতাই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।
পিআর/টিকে