নতুন বছরের আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠল রাজকুমার রাও ও পত্রলেখার সংসার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল তাঁদের কন্যার প্রথম ছবি, আর সেই সঙ্গে জানা গেল একরত্তির নামও। ২০২৫ সালের ১৫ নভেম্বর যে সন্তান তাঁদের জীবনে এসেছিল, রবিবাসরীয় সকালে সেই ছোট্ট হাতের স্পর্শই যেন নতুন করে আবেগে ভরিয়ে দিল অনুরাগীদের।
সন্তানের জন্মের খবর আগেই জানিয়েছিলেন এই তারকাদম্পতি, তবে এতদিন মেয়ের মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। নতুন বছরে সেই দূরত্ব ভেঙে ইনস্টাগ্রামে এক আদুরে পোস্টে প্রথমবার মেয়ের ছবি ভাগ করে নেন রাজকুমার ও পত্রলেখা। ছবিতে দেখা যায়, বাবা-মায়ের দুই হাতের মাঝে আলতো করে রাখা একরত্তির ছোট্ট হাত। ক্যাপশনে তাঁরা লেখেন, হৃদয়ের সবটুকু আনন্দ নিয়ে তাঁদের জীবনের সেরা উপহার ও শ্রেষ্ঠ আশীর্বাদকে পরিচয় করিয়ে দিচ্ছেন, নাম পার্বতী পাল রাও।
মেয়ের নামের মধ্যেই যেন ধরা পড়েছে আধ্যাত্মিকতার গভীর ছোঁয়া। মা দুর্গার আরেক নাম পার্বতীর অনুসরণে কন্যার নামকরণ করেছেন বলিউডের এই জনপ্রিয় দম্পতি। পোস্টটি সামনে আসতেই শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর, সহকর্মী থেকে অনুরাগী, সবাই একসঙ্গে ভালোবাসা জানিয়েছেন নবজাতককে।
রাজকুমার ও পত্রলেখার সম্পর্কের পথচলাও কম সুন্দর নয়। এক দশক আগে পরিচয়, সময়ের সঙ্গে বন্ধুত্বের গভীরতা, এরপর ২০১৪ সালে প্রেমের শুরু যখন তাঁরা একসঙ্গে সিটিলাইটস ছবিতে কাজ করেন। ২০২১ সালের অক্টোবরে ঘনিষ্ঠ মহলে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার, আর ঠিক এক মাস পরেই নভেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকীতেই কোল জুড়ে আসে কন্যা, যেন ভালোবাসার যাত্রাপথে নতুন অধ্যায়।
পিআর/টিকে