শুটিং চলাকালীন নানা শারীরিক অসুবিধার সম্মুখীন হয়েছেন দিতিপ্রিয়া রায়। নাকের হাড়ের সমস্যার অনেক দিন ধরেই ভুগছিলেন অভিনেত্রী। সমস্যা এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। কিন্তু শুটিংয়ের ব্যাস্ততার মাঝে তা করে ওঠা সম্ভব হচ্ছিল না। অবশেষে সপ্তাহখানেক আগেই নাকের হাড়ের অস্ত্রোপচার হয়েছে দিতিপ্রিয়ার। কিছুদিন বিশ্রামের পর কয়েক দিন আগেই শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী। কিন্তু ফ্লোরে ফিরলেও আগের মতো অবস্থায় যে দিতিপ্রিয়া নেই তা জানালেন নিজেই। আর তারপরেই সহ-অভিনেত্রীর দুঃসময়ে পাশে দাঁড়ালেন জীতু কমল।
নিজের সোশাল মিডিয়ায় দিতিপ্রিয়া তাঁর এই কঠিন পরিস্থিতির কথা নিজেই জানান। দিতিপ্রিয়া লেখেন, ‘আপনারা জিজ্ঞেস করেছেন আমাকে পর্দায় কেন এতটা দুর্বল লাগছে? আমি সবাইকে এটাই বলতে চাই আমার বেশ কিছুদিন আগেই অস্ত্রোপচার হয়েছে। আমি নাকে সেলাই ও সিলাস্টিক শিট নিয়ে শুটিং করছি। এই অবস্থায় আমার খুব বেশি কথা বলা বারণ। বেশি হাসতেও নিষেধ রয়েছে। আমি এসবের মাঝেও আমার সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করছি। কারণ, আপনাদের ভালোবাসাই আমাকে সমস্ত শক্তি জোগায়। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য।’ দিতিপ্রিয়ার এই পোস্ট নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে জীতু তাঁর সহ-অভিনেত্রী তথা পর্দার ‘অপর্ণা’র পাশে থাকার জন্য অনুরোধ জানান সকলকে। জীতু তাঁর পোস্টে লেখেন, ‘খুব তাড়াতাড়ি সেরে ওঠো। আর দু-একদিনের মধ্যেই আমার সহযোদ্ধা ফ্লোরে ফিরে আসবে,তার সেই শক্তি নিয়ে যা দিয়ে এতদিন আপনাদের মনোরঞ্জিত করেছে। পাশে থাকবেন। ভরসা রাখবেন ওর উপর।’
দিতিপ্রিয়ার প্রতি জীতুর এই সহমর্মিতা দেখে আপ্লুত হয়েছেন তাঁর দর্শক-অনুরাগীরা। এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জুটি হিসেবে অভিনয় করছেন জীতু ও দিতিপ্রিয়া। বেশ কিছুমাস আগেই দু’জনের মধ্যে বেশ কিছু সমস্যা সামনে এসেছিল। কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থেকে সবটা সামলে নেন জীতু। অতীতের খারাপ অভিজ্ঞতা যে তিনি একেবারেই মনে রেখে দেন না তা আরও একবার তাঁর বন্ধুত্বপূর্ণে পোস্টেই নাকি বোঝা যাচ্ছে, এমনটাই বলছেন নেটিজেনরা।
এসএন