নীরাজ ঘায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ সিনেমা ভারতের অস্কার ২০২৬ এর জন্য সরকারিভাবে মনোনীত ছবি হিসেবে নির্বাচিত হয়েছে।সিনেমাটিতে অভিনয় করেছেন ইশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর।
ছবিটি ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে 'আন সার্টেন রিগার্ড' বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। এরপর এই বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে অংশ নেবে। এটি এখন ২০২৬ সালের অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশ।
সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড সামিট এর এক বক্তৃতায় ইশান খট্টর সিনেমাটিকে ঘিরে তাঁর অনুভূতি ও স্বপ্ন নিয়ে কথা বলেন। অস্কার জিতলে কী করবেন - এমন প্রশ্নে উচ্ছ্বসিত ইশানের উত্তর ছিলো, ’আমার একধরনের সন্দেহ হচ্ছে, আমি হয়তো জ্যাকেট ছুঁড়ে দিয়ে দেয়ালে গিয়ে ধাক্কা খাব!’
সিনেমাটিকে জীবনের বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করে ইশান বলেন, ’এটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটা সিনেমা। সবাইকে ধন্যবাদ যারা একে ভালোবেসেছেন। কান উৎসবে দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখা ছিল একেবারেই অবিশ্বাস্য অভিজ্ঞতা। সময় যেন থমকে গিয়েছিল।’
সিনেমাটিতে শোয়েব চরিত্রে অভিনয় করেন ইশান। তিনি বলেন, ‘শোয়েবের মতো চরিত্র দেশের ৮০% মানুষের গল্প বলে। অথচ সিনেমায় তাদের খুব কমই দেখি। পরিচালক নীরজ ঘায়ওয়ান প্রথম থেকেই বলেছিলেন - শুধু অভিনয় নয়, সত্যিকারের চরিত্র হয়ে উঠতে হবে। আর আমরা প্রতিটি চরিত্রকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি।’
সিনেমাটিকে বাস্তব করার জন্য অভিনেতারা গ্রামে গিয়ে মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন। সেই অভিজ্ঞতা নিয়ে ইশান বলেন, ‘ওদের আতিথেয়তা ছিল অবিশ্বাস্য। পুরো অভিজ্ঞতাই অসাধারণ মনে হচ্ছিলো যেন জীবনটাই সিনেমার ভেতর দিয়ে বয়ে যাচ্ছিল।’
ভারতের পক্ষ থেকে অস্কারের দৌড়ে ‘হোমবাউন্ড’ এর মনোনয়ন নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। আর ইশান খট্টরের সেই উত্তেজিত ঘোষণা, ’দেয়ালে ধাক্কা খাব!’ যেন সেই উচ্ছ্বাস প্রকাশ করে।
এসএন