আগামী বৃহস্পতিবার থেকে ফিলিপাইনে শুরু হবে আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। ভিসা জটিলতার জন্য বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান এতে অংশগ্রহণ করতে পারছেন না।
সিদ্দিকুর রহমান এই মুহূর্তে মালয়েশিয়ান ওপেন খেলছেন। সেখান থেকে তিনি বলেন, ‘ফিলিপাইনে দুই বিলিয়ন ডলারের টুর্নামেন্ট হবে। এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে পারলে ভালো হতো। ভিসা না পাওয়ায় ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।’
ভিসা না পেয়ে আরও অনেকবারই টুর্নামেন্ট খেলতে পারেননি সিদ্দিক। তার কাছে এটা নতুন কিছু নয়। তবে এবার ফিলিপাইনের বিষয়টি একটু ভিন্ন, ‘আমি ব্যক্তিগতভাবে এবং ফেডারেশন উভয় পক্ষ থেকে ঢাকার ফিলিপাইন দূতাবাসে যোগাযোগ করেছি। তাদের অনুরোধ করা হয়েছিল ১২-১৩ অক্টোবর যেন আমার অ্যাপয়নমেন্ট ডেট দেয়। অন্য টুর্নামেন্ট খেলে ওই দুই দিন আমি দেশে থেকে ভিসা নিতে পারব। তারা ডেট দিয়েছিল ৮ অক্টোবর এবং সেটা পরিবর্তনযোগ্য নয়। ঐ সময় আমি ম্যাকও ছিলাম ফলে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি।’
বিজ্ঞাপন
ফিলিপা
ইনে আন্তর্জাতিক টুর্নামেন্টে না খেলতে পারায় আগামী সপ্তাহে মিশর যাচ্ছেন বাংলাদেশের গলফের এই কিংবদন্তি। যুক্তরাজ্য ও আমেরিকার ভিসা থাকায় মিশরে আলাদা ভিসার প্রয়োজন নেই। ফলে এখানে জটিলতার মধ্যে পড়তে হয়নি। আবার অনেক সময় খেলার কারণে এক দিনের মধ্যেও ভিসা পাওয়ার ঘটনা রয়েছে সিদ্দিকের,‘তিক্ত অভিজ্ঞতার পাশাপাশি মধুর অভিজ্ঞতাও রয়েছে। আমেরিকান দূতাবাস একবার আমাকে এক দিনের মধ্যে ভিসা দিয়েছিল।’
গলফার সিদ্দিক চলতি বছর ডিসেম্বর পর্যন্ত অনেক ব্যস্ত থাকবেন। ইতোমধ্যে ম্যাকাও, হংকং ঘুরে মালয়েশিয়ায় খেলছেন। সামনে যাবেন মিশর। এরপরের সফরগুলোও নির্ধারিত। সফরে ব্যয় ও প্রাপ্তি নিয়ে বলেন, ‘এক সময় অনেক টুর্নামেন্ট জিতে অনেক আয় করেছি। এখন ব্যয় হচ্ছে বেশি, আয় তুলনামূলক কম হলেও গলফ আমার প্যাশন। ফলে খরচ হলেও খেলাতেই আমার আনন্দ।’
আরপি/টিকে