ইউক্রেনে যুদ্ধাবসানের জন্য দ্বিতীয়বার বৈঠকের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যদি আমনন্ত্রণ জানানো হয় -তাহলে ট্রাম্প-পুতিনের বৈঠকে থাকবেন তিনি।
সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, পুতিন ও ট্রাম্পের পরবর্তী বৈঠকে তিনি উপস্থিত থাকতে ইচ্ছুক কি না।
জবাবে জেলেনস্কি বলেন, “যদি বৈঠকটি এমন হয়, যেখানে আমরা তিন জন সাক্ষাৎ করতে পাারি, শাটল কূটনীতির ক্ষেত্রে যেমনটা হয়…এবং সেক্ষেত্রে যদি আমাকে (বৈঠকে উপস্থিত থাকার জন্য) আমন্ত্রণ জানানো হয়, তাহলে যে পদ্ধতিতেই বৈঠক হোক না কেন, আমরা তাতে রাজি থাকব।”
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে, যা এখনও চলছে। এই যুদ্ধ থামানোর জন্য গত ১৫ আগস্ট আলাস্কায় প্রথমবার বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন; কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই সে বৈঠক শেষ হয়েছিল।
ওই বৈঠক ফলাফলশূন্য হওয়ার পর কয়েকবার টেলিফোনে কথা হয়েছে ট্রাম্প ও পুতিনের মধ্যে। সর্বশেষ কথা হয়েছে গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার। পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে সাংবাদিকদের ট্রাম্প জানান, দ্বিতীয় দফায় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তিনি এবং এবারের বৈঠক হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।
১৬ অক্টোবর এ তথ্য নিশ্চিত করার পর সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, সম্ভাব্য সেই বৈঠকে জেলেনস্কিও উপস্থিত থাকবেন কি না। জবাবে ট্রাম্প বলেছিলেন, “আমি চাই এই বৈঠক সবার জন্য স্বস্তিদায়ক হোক। হতো আমরা তিন জনই সেখানে থাকব, সেক্ষেত্রে উভয়ের সঙ্গে আলাদা ভাবে বৈঠক হবে (আমার)।”
সূত্র : বিবিসি
পিএ/টিএ