অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ভারতের বিধ্বস্ত হারের পর বৃষ্টি আইন পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে স্বদেশের হারের পর গাভাস্কার বলেছেন, এই পদ্ধতি ‘ন্যায্য নয়’ এবং আইসিসির উচিত এটিকে আরও খতিয়ে দেখা।
পার্থে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল শুভমন গিলের দল। বৃষ্টিতে ওভার কমে যায়, ম্যাচ নেমে আসে ২৬ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সফরকারী দল। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ২৯ বল হাতে রেখে বৃষ্টি আইনে সহজে জয় তোলে অস্ট্রেলিয়া।
গাভাস্কার পরে বলেছেন, ‘আমার মনে হয় এই পদ্ধতি (ডিএলএস) খুব বেশি মানুষ বোঝে না, যদিও এটি অনেকদিন ধরে প্রচলিত। একজন ভারতীয় ক্রিকেটার ভিজেডি পদ্ধতি তৈরি করেছিলেন, আমার মতে সেটা অনেক ভালো। কারণ এটি দুই দলকেই সমান সুযোগ দেয়। বিসিসিআইও ঘরোয়া ক্রিকেটে ভিজেডি পদ্ধতি ব্যবহার করে কিনা, এখন ঠিক নিশ্চিত নই।’
গাভাস্কার আইসিসিকে ডার্কওয়াথ ও লুইস পদ্ধতির ব্যবহার আবারও বিবেচনার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘সম্ভবত এটি এমন একটি বিষয় যা তাদের (আইসিসি) খতিয়ে দেখা উচিত এবং নিশ্চিত করতে হবে যে, যখন বৃষ্টির কারণে খেলা থেমে যায়, তখন দুদলই যেন মনে করে তাদের দেয়া লক্ষ্য যথাযথ এবং ন্যায্য।’
পিএ/টিএ