জয়া আহসানের খ্যাতি এখন বিশ্বজুড়ে। টালিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী। রয়েছে বলিউডের তারকাদের সঙ্গে ওঠাবসা। পারিবারিক সখ্যতাও রয়েছে কারও কারও সঙ্গে। বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর জয়াকে
জানা গেছে করণ জোহর তাকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিরেল। যদিও তা ফিরিয়ে দিতে হয় জয়াকে। বিষয়টি সম্প্রতি একটি পডকাস্টে জয়া বলেন।
জয়া আহসানের সঙ্গে বলিউডের যোগাযোগ থাকলেও তার কোনও ছাপ নেই অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায়। কারণ অভিনেত্রী মনে করেন, তারকাদের সঙ্গে ছবি দিলে সেটা ‘শো অফ’ মনে হতে পারে।
তবে এক বার বিশ্বকাপের ম্যাচ দেখেছিলেন অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চনের পাশে বসে। এ ছাড়াও আইসিসি বিশ্বকাপের সময় ফারহান আখতারের সঙ্গে দেখা হয় তার। এখানেই শেষ নয়। সালমান খানের বাড়িতেও ডাক পেয়েছিলেন তিনি। জয়া জানান, সালমানের বাবা সেলিম খান খুব স্নেহ করেন তাকে। বিদ্যা বালান তার ছবি দেখে ফোন করেছিলেন।
মায়ানগরীতে এতটাই সহজ তার চলাচল, যে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয়ের জন্য জয়াকে প্রস্তাব দিয়েছিলেন। যদিও অভিনেত্রী সেই প্রস্তাব গ্রহণ করতে পারেননি। জয়া সেই পডকাস্টে বলেন, ‘‘ হ্যাঁ প্রস্তাবটি পেয়েছিলাম। কিন্তু সেই চরিত্রটা আর করা হয়নি।’’
এবি/টিকে