অ্যাডিলেডের ২২ গজে ভারতীয় ব্যাটারদের পরীক্ষার মুখে ফেলতে চায় অস্ট্রেলিয়া। বিরাট কোহলির জন্যও থাকছে নির্দিষ্ট পরিকল্পনা। অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথু শর্ট জানিয়েছেন, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ীই দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলবেন তারা।
শর্ট বিশ্বাস করেন দলের দুই অভিজ্ঞ জোরে বোলার জস হেজ়লউড এবং মিচেল স্টার্ক সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেও সমস্যায় ফেলবেন শুভমন গিলদের। যদিও তার দাবি, দলের বোলিং বিভাগের পরিকল্পনার কথা জানা নেই।
মঙ্গলবার সাংবাদিকদের অজি ব্যাটার বলেছেন, ‘‘জোরে বোলারদের বৈঠকে আমি ছিলাম না। তবে মনে হচ্ছে, কোহলিকে একই রকম ভাবে আউট করার চেষ্টা করবে আমাদের বোলারেরা। হেজ়লউড এবং স্টার্ক যথেষ্ট অভিজ্ঞ। কোহলিকে ওরা প্রচুর বল করেছে। ওরা জানে কী করতে হবে।
পার্থে ওরা পরিস্থিতি এবং পরিকল্পনা কাজে লাগিয়ে কোহলিকে আউট করেছিল। আমার তো মনে হয়, অফ স্টাম্পের একটু বাইরে বল সুইং করানোর চেষ্টা করবে।’’
শর্ট মনে করিয়ে দিয়েছেন, অফ স্টাম্পের বাইরের বলে কোহলির দুর্বলতা এখন কারও অজানা নয়। গত কয়েক বছরে বহু ম্যাচে অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন কোহলি।
অস্ট্রেলিয়ার মাঠে ভারতীয় সমর্থকদের চিৎকার বিস্মিত করেছে শর্টকে। ঘরের মাঠে খেলছেন বলে মনে হচ্ছে না তার। কোহলির মানসিকতা দেখেও তিনি মুগ্ধ। পার্থে প্রথম এক দিনের ম্যাচের অভিজ্ঞতা থেকে শর্ট বলেছেন, ‘‘রোহিত বা শুভমন আউট হওয়ার পর কোহলি যখন ব্যাট করতে নামল, তখন গোটা স্টেডিয়াম চিৎকার করছিল। যে আউট হয়ে ফিরছে, তার ওই মুহূর্তটা খারাপ লাগতে পারে। তবে যে ব্যাট করতে নামছে, তার জন্য দুর্দান্ত। অস্ট্রেলিয়ায় অসংখ্য ভক্ত রয়েছে কোহলির। ওই উন্মাদনার মধ্যেও কী শান্ত ভাবে ব্যাট করতে নামল।
আশা করি, এমন এক জন ক্রিকেটারের সঙ্গে আরও খেলার সুযোগ পাব। দুর্দান্ত অভিজ্ঞতা। চলতি সিরিজ়ে কোহলির সঙ্গে কথা বলার সুযোগও নিশ্চই পাব।’’
আগামী ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ জিতে সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন মিচেল মার্শেরা।
এমআর