পুতিনের সাথে বৈঠক বাতিল, ট্রাম্প বললেন অযথা ‘সময় নষ্ট করতে চান না’

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক স্থগিত হওয়ার পর ট্রাম্প বলেছেন, তিনি ‘অকার্যকর বৈঠক’ চান না।

বুধবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন যে, বর্তমান ফ্রন্ট লাইনে মস্কোর যুদ্ধ বন্ধে অস্বীকৃতিই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে।

এর আগে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, শিগগিরই ট্রাম্প-পুতিনের বৈঠকের কোন পরিকল্পনা নেই।

অথচ বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, পুতিনের সাথে দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে আলোচনায় বসবেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে শান্তির জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রস্তাবের মধ্যে মূল পার্থক্যগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, যা শীর্ষ সম্মেলনের সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে।

ট্রাম্প এবং পুতিন সর্বশেষ আগস্ট মাসে আলাস্কায় একটি শীর্ষ সম্মেলনের সময় দেখা করেছিলেন, যার কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি।

হয়ত এবারের ট্রাম্প-পুতিন বৈঠকেও কোনো ফলাফল আসবে না- আশঙ্কা থেকেই তা স্থগিত করা হতে পারে।

একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক রয়টার্সকে বলেছেন, ‘আমার মনে হয় রাশিয়ানরা খুব বেশি কিছু চেয়েছিল এবং আমেরিকানদের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বুদাপেস্টে ট্রাম্পের জন্য কোনো চুক্তি হবে না।’

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠক এই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল - কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে, দুজনের মধ্যে ফোনে ভালোভাবে আলোচনা হয়েছে সুতরাং বৈঠকের আর কোনো প্রয়োজন নেই।

সোমবার, ট্রাম্প কিয়েভ এবং ইউরোপীয় নেতাদের সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছেন যাতে বর্তমান ফ্রন্ট লাইনে সংঘাত স্থগিত করা যায়।

ট্রাম্প জানান, ‘আমি বলেছি এই অবস্থাতেই যুদ্ধ বন্ধ করুন। এখনই থামুন। বাড়ি যান। লড়াই বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করুন।’

এদিকে, মঙ্গলবার সের্গেই ল্যাভরভ বলেন, মস্কো কেবল দীর্ঘমেয়াদী, টেকসই শান্তি-তে আগ্রহী, তিনি ইঙ্গিত দেন যে ফ্রন্ট লাইন স্থগিত করা কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতির সমান হবে।
লাভরভ বলেন, সংঘাতের মূল কারণগুলো সমাধান করা দরকার, যার মধ্যে রয়েছে ডনবাসের উপর রাশিয়ার পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ইউক্রেনের নিরস্ত্রীকরণ।

অন্যদিকে, মঙ্গলবার সকালে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে একটি বিবৃতি প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের যুদ্ধের অবসানের বিষয়ে যেকোনো আলোচনা বর্তমান ফ্রন্ট লাইন বন্ধ করার মাধ্যমে শুরু হওয়া উচিত এবং রাশিয়াকে শান্তির বিষয়ে ‘সিরিয়াস’ না হওয়ার অভিযোগও তোলা হয়। 

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দুর্নীতিকে মাটির নিচে চাপা দেয়ার চেষ্টা করব: জামায়াতের আমির Jan 24, 2026
img
আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ Jan 24, 2026
img
ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে : বুবলী Jan 24, 2026
img
শেখ হা‌সিনাকে ফ্যাসিস্ট হিসেবে আমি প্রচার করেছি : পার্থ Jan 24, 2026
img
রেকর্ড রুপি খুইয়েছে আদানি, মার্কিন আদালতে প্রতারণার অভিযোগ Jan 24, 2026
img
দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের Jan 24, 2026
img
তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি Jan 24, 2026
img
নারীদের এগিয়ে যাওয়ায় বাধা হবে না জামায়াত, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে: জামায়াতে আমির Jan 24, 2026
img
নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ডা. তাসনিম জারা Jan 24, 2026
img
ফুটসাল টুর্নামেন্ট শেষে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ Jan 24, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত Jan 24, 2026
img
ছোট পর্দার জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়! Jan 24, 2026
img
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি Jan 24, 2026
img
নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট Jan 24, 2026
img
সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কেন অভিনয় করতে ভয় পান ‘বুম্বাদা’! Jan 24, 2026
নতুন কিছু করলেই কি বেদাত? | ইসলামিক প্রশ্নোত্তর Jan 24, 2026
গণভোট নিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান Jan 24, 2026
img
বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’ Jan 24, 2026
img
স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প? Jan 24, 2026
img
শিশুদের নিয়ে আছে আলাদা পরিকল্পনা, গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা : তারেক রহমান Jan 24, 2026