১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতলো প্রোটিয়ারা। রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সহজ জয় পায় প্রোটিয়ারা।
৪ উইকেটে ৯৪ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শুরু করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম সেশনেই ৪৪ রান যোগ করে শেষ ৬ উইকেট হারায় দলটি। এই সেশনে মাত্র ১৪ দশমিক ৩ ওভার ব্যাট করতে পারে স্বাগতিকরা। আর তাতে দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৩৮ রানে।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়ায় মাত্র ৬৮ রান। ২ উইকেট হারিয়ে ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে সহজেই টেস্ট জিতে নেয় প্রোটিয়ারা। প্রথম টেস্টে পাকিস্তান জয় পাওয়ায় সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
ম্যাচসেরা হয়েছেন ম্যাচে ৯ উইকেট নেয়া কেশব মাহারাজ। আর সিরিজসেরা হয়েছেন সেনুরান মুথুসামি।
এর আগে, ২০০৭ সালে সবশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল দলটি।
আরপি/এসএন