রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।
ইএ/টিকে