ছেলেদের কাভা কাপ ভলিবল আসরে দুর্দান্ত এক ম্যাচ খেলেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম দুই সেট জিতে এগিয়ে ছিল লাল-সবুজের দলটি। পরের দুই সেটে দারুণভাবে ফিরে আসে নেপাল। পঞ্চম ও ফলাফল নির্ধারণী সেটেও হয়েছে শ্বাসরুদ্ধকর লড়াই। শেষে ৩-২ সেটে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে কোচ রায়ান মাসাজেদীর শিষ্যরা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আল আমিন।
প্রথম সেট থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে নেপালের সাথে। বাংলাদেশের প্রথম সার্ভিস থেকে পয়েন্ট আদায় করে নেয় নেপাল। এদিনও মাঠে দুর্দান্ত ছিলেন প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় পারভেজ মোশাররফ। হাড্ডাহাড্ডি সময়ে এক, দুই বা সমান পয়েন্টে থেকে এগোচ্ছিল বাংলাদেশ। পরে ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে প্রথম সেট জিতে নেয় হরোশিত বিশ্বাসের দল।
দ্বিতীয় সেটেও নেপাল প্রথম পয়েন্ট আদায় করে ম্যাচ শুরু করে। শুরুর ১০ পয়েন্টের সময় বাংলাদেশ নেপাল থেকে পিছিয়ে ছিল ৭-১০এ। নেপালের থেকে পয়েন্ট ব্যবধান কমাতে পারছিল না হরোশিত বিশ্বাসের দল। ১৬ পয়েন্টের সময় নেপালের সাথে বাংলাদেশের পয়েন্ট সমান হয়। এরপর সেটে প্রথমবার এগিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ দ্বিতীয় সেট জিতে নেয় ২৫-২০ পয়েন্টের ব্যবধানে।
তৃতীয় সেটেও দুর্দান্ত লড়াই হয়েছে নেপালের বিপক্ষে। প্রথমদিক থেকেই পয়েন্টে এগিয়ে ছিল নেপাল। পিছিয়ে থাকা বাংলাদেশ ১৯ পয়েন্টের সময় নেপালের বিপক্ষে সমতায় আসে। আবারও এগিয়ে যায় নেপাল, এ সেট নেপাল জেতে ২৫-২৫ পয়েন্টের ব্যবধানে। চতুর্থ সেটে বাংলাদেশকে ছেড়ে কথা বলেনি নেপাল। প্রথম থেকেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে পেছনে ফেলে তারা। এরপর বাংলদেশ আর ফিরতে পারেনি। নেপাল চতুর্থ সেট জিতে নেয় ২৫-১৬ পয়েন্টের ব্যবধানে।
ম্যাচের ফলাফল নির্ধারণী পঞ্চম ও শেষ সেটে শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। সময় গড়ানোর সাথে ম্যাচের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নেপাল, বাংলাদেশের সাথে পয়েন্টও সমান করে ফেলে। পয়েন্ট সমান হওয়ার পর এগিয়েও যায় তারা। এক সময় নেপাল ম্যাচ পয়েন্ট পর্যন্ত চলে যায়। বাংলাদেশের কৌশলের কাছে শেষ মুহুর্তে হেরে যায় নেপাল। ১৬-১৪ পয়েন্টের ব্যবধানে শেষ সেট জেতেন হরোশিতরা, বাংলাদেশ ম্যাচ জেতে ৩-২ সেটে।
উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছিল বাংলাদেশ। প্রথম সেটে কঠিন প্রতিযোগিতায় ২৫-২১ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেট ২৫-১৩ পয়েন্টে জেতে। তৃতীয় সেটেও লড়াইয়ের পর ২৫-২১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় লাল-সবুজের দলটি।
টিজে/টিকে