মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর-কে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশীকুর রহমান এই আদেশ দেন।
সাগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত দিনমজুর সজল হত্যা মামলার প্রধান আসামি।
রিমান্ড শুনানির আগে ও পরে আদালত প্রাঙ্গণ ও সদর থানার সামনে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভ করেন। তারা সাজ্জাদ হোসেন সাগরের বিচারের দাবিতে ডিম ছোড়ে ও স্লোগান দেন। এমনকি পুলিশ ভ্যানে করে আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান লক্ষ্য করেও ডিম নিক্ষেপ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হিমশিম খায়। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক সজিব দে সাজ্জাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে।
এর আগে বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাজ্জাদ হোসেন সাগরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে সাগর আত্মগোপনে ছিলেন। পরে তিনি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান, যেখানে বিশৃঙ্খলার দায়ে স্থানীয় পুলিশ তাকে আটক করে। কোরিয়ান কারাগারে কিছুদিন থাকার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফিরে আত্মগোপনের চেষ্টা করলেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাগরের নেতৃত্বে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া আরও কয়েকটি মামলাতেও তদন্ত চলছে।
কেএন/টিকে