সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এসি বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিল সেজুতি ট্রাভেলের একটি এসি বাস। তবে পাগলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
জয়কলস হাইওয়ে থানার পুলিশ সুমন কুমার চৌধুরী বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় না জানতে পারলেও পুলিশ বলছে, নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতরা সিলেট ও সুনামগঞ্জের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরপি/এসএন