ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড গ্রীষ্মের দলবদলে ধারে এসেছেন বার্সেলোনায়। একবছরের জন্য স্প্যানিশ ক্লাবটিতে এসে নিয়মিত জায়গা করে নিচ্ছেন একাদশে। গোলও করছেন। ইউনাইটেডে ফিরতে চান না আর, কাতালুনিয়ান ক্লাবটিতে দীর্ঘ ক্যারিয়ার গড়তে চান র্যাশফোর্ড।
বার্সায় আসার পর জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের দলে ভিত গেড়েছেন র্যাশফোর্ড। সকল প্রতিযোগিতায় ১২ ম্যাচ খেলে ৫ গোল করেছেন ও সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬ গোল।
কাতালুনিয়ান ক্লাবটির ইউটিউব প্ল্যাটফর্মে ইংলিশ তারকা বলেছেন, ‘স্পেনে দারুণ সময় পার করছি। বিশেষ করে দেশটির আবহাওয়া। আশা করছি এখানে দীর্ঘ সময় থাকবো। আমাদের দলে আমরা একতাবদ্ধ। বিশেষ করে রুনি বারদজাগি, হুলেস কৌন্ডে, ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের মতো সতীর্থদের পেয়ে গর্বিত। সেরাটা দেয়ার চেষ্টা করছি। এগিয়ে যাচ্ছি, আমাদের চলতি মৌসুমে আরও কিছু দেয়ার আছে।’
র্যাশফোর্ড বলেছেন, ‘মনে করি যে ফুটবলকে ভালোবাসে তারা বার্সেলোনোকে সম্মান করে। যদিও ক্লাব প্রসঙ্গে এমন প্রথমকিছু বলছি না, আগেও বলেছি।’
চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু করেছেন ইংলিশ তারকা। তিন ম্যাচে চার গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল। ২৭ বর্ষী র্যাশফোর্ডকে একবছর ধারের পর বার্সেলোনা কিনতে পারবে ৩০ মিলিয়ন ইউরোয়।
এমকে/এসএন