বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান স্মৃতিচারণ করলেন তাঁর অভিনয়জীবনের শুরুর দিনগুলোর কথা। এক আবেগঘন মুহূর্তে তিনি জানিয়েছেন, শুরুতে পরিবারের অনুমতি নিয়েই খুব সীমিত সময়ের জন্য সিনেমায় এসেছিলেন, কিন্তু সেই অল্প সময়ই হয়ে গেছে দীর্ঘ ছাব্বিশ বছরের পথচলা।
শাকিব বলেন, “তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ফ্যামিলির একমাত্র ছেলে হওয়ায় বাবা শুরুতে সিনেমায় আসতে দিতে চাননি। কয়েক বছর আগে সালমান ভাই (সালমান শাহ) মারা গিয়েছিলেন। তখন আমাদের ফ্যামিলিতেও একটা ভয় কাজ করত—সিনেমায় গেলে বুঝি আকস্মিক মৃত্যু হয়! আম্মাকে রাজি করিয়ে মাত্র তিন মাসের জন্য সিনেমায় এসেছিলাম।”
তিনি আরও যোগ করেন, “সেই তিন মাস থেকে কখন যে ২৬ বছর কেটে গেল, টেরই পাইনি।”
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন শাকিব খান। অসংখ্য হিট সিনেমা ও দর্শকপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন তিনি। এখনো পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছেন ঢালিউডের এই তারকা, যাকে ভক্তরা ভালোবেসে ‘কিং খান’ বলে ডাকেন।
ইউটি/টিএ