অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘মাইনাসে পারফর্ম’ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি মাইনাস দেব। মানে শূন্যেরও কম। উনি মাইনাসে পারফর্ম করছেন।
বাংলাদেশে যারা সরকারের চাটুকারিতা করেন, তারা বলেন মব নতুন কিছু নয়। কিন্তু প্রত্যেক দিন মব হওয়া অবশ্যই নতুন কিছু। বছরে দুইটি মব হওয়া আর ৩৬৫ দিনে ৩৮০টি মব হওয়া এক রকম নয়। সুতরাং আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা মাইনাস পাবে।’
ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার ১৫ বছরের সঙ্গে গত এক বছরের শাসনব্যবস্থার খুব একটা পার্থক্য নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি। রুমিন বলেন, ‘যারা প্রধান উপদেষ্টাকে নিয়ে কড়াভাবে সমালোচনা করেন, তাদের ভাষায় হয় তিনি নির্লিপ্ত, দেশে কী হচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে কি না, সেটা নিয়ে তার কিছু যায় আসে না। অথবা তিনি বিষয়টিকে খেলাচ্ছলে নিয়েছেন।
দেশ চালানোটা তো খেলাধুলা না। টাইমপাসের বিষয় না। এটার সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত।’
রুমিন ফারহানা বলেন, ‘উনি (প্রধান উপদেষ্টা) হয়তো দেশের বাইরে চলে যাবেন। উন্নত বিশ্বে উনি সম্মানের সঙ্গে থাকবেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা বাংলাদেশে জন্মেছে এবং বাংলাদেশে জীবনটা পার করে এখানেই মারা যাব, তাদের জন্য ওনার কর্মকাণ্ডগুলো খুব স্বস্তিদায়ক নয়।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশের চেয়ে বিদেশ থাকাকেই বেশি আরামদায়ক বা স্বস্তিদায়ক মনে করেন। ঠিক যেমনটি তিনি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়াটা দেশীয় গণমাধ্যমকে দেওয়ার চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক মনে করেন। এটা বলতে দুঃখ লাগে কিন্তু না বলেও পারি না। বাংলাদেশকে কতটা উনি ওন করেন এই প্রশ্নটা থেকে যায়। অনেক সময় ওনার বিরুদ্ধে অনেক রকম সমালোচনা হয়েছে। মুক্তিযুদ্ধে উনি কী ভূমিকা নিয়েছিলেন বা সেই সময়ে দেশকে কতটুকু সহযোগিতা করেছিলেন সেগুলো নিয়ে অনেক রকম সমালোচনা মানুষ করে।’
বিএনপির এই নেত্রী বলেন, ‘আওয়ামী লীগের গুটিকয়েক মানুষ ছাড়া বাংলাদেশের আপামর জনসাধারণের সমর্থন নিয়ে উনি গেছেন। উনি কিন্তু অনেক বড় একটা পরিবর্তন বাংলাদেশ আনতে পারতেন। সেই সুযোগটা উনি হেলায় হারালেন।’