বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও তিনটি হত্যা চেষ্টা মামলায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সাবেক পিপি জাহাঙ্গীর হোসেন তুহিনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) রাত ৯টায় রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশে কেরামতিয়া মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি জানান, বুধবার সন্ধ্যায় নগরীর কেরানিপা রায় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদকের দায়িত্বেও ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালি তাজহাট ও মাহিগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা আর হত্যা চেষ্টার তিনটি পৃথক মামলা রয়েছে। আজ রোববার তাকে আদালতে তোলা হবে বলেও জানায় পুলিশ।
এবি/টিকে