পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র। তবে ভারতের সঙ্গে পুরোনো ও গুরুত্বপূর্ণ সম্পর্ক খারাপ করে এমনটি করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আগামীকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন রুবিও। এর আগে এমন মন্তব্য করেছেন তিনি। এছাড়া ভারত রাশিয়া থেকে তেল কেনা বাদ দিয়ে অন্য জায়গা থেকে নিচ্ছে বলেও দাবি করেন তিনি।
মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুবিও।
পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক নিয়ে ভারত উদ্বিগ্ন। এমন প্রশ্নের জবাবে রুবিও জানান, ভারত কিছু কারণে অবশ্যই উদ্বিগ্ন। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে তারা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়বেন না।
তিনি বলেন, “তবে ভারতকে বুঝতে হবে আমাদের অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আমরা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধির একটি সুযোগ দেখছি।”
“আমি মনে করি কূটনীতি এবং এটির স্বভাব নিয়ে ভারত বেশ ভালো জানে। দেখুন, ভারতের এমন কিছু দেশের সঙ্গে সম্পর্ক আছে, যাদের সঙ্গে আমাদের নেই। মানে, এটি একটি পরিপক্ক, বাস্তববাদী পররাষ্ট্র নীতির অংশ।”
“আমার মনে হয় না আমরা পাকিস্তানের সঙ্গে এমন কিছু করছি না যেটি ভারতের সঙ্গে পুরোনো সম্পর্কের বদলে হচ্ছে।”
সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া
ইএ/টিকে