দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত এয়ারক্রাফট দুটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ-এর অংশ ছিল।

অবশ্য যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে পাঁচ ক্রু সদস্যই জীবিত রয়েছেন। তবে আধঘণ্টার ব্যবধানে ঘটা এই দুর্ঘটনায় আবারও প্রশ্ন উঠছে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা মানদণ্ড নিয়ে।

সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

বার্তাসংস্থাটি বলছে, দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করা এক যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার রোববার বিকেলে আধঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট।

ফ্লিটের বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় পতিত হওয়ার পর এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। আর এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলটও ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হয়েছেন। মোট পাঁচজনই “সুরক্ষিত এবং স্থিতিশীল অবস্থায়” রয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।


এপি বলছে, অবসর নেওয়ার আগে ইউএসএস নিমিৎজ বর্তমানে তার শেষ মিশনে অংশ নিচ্ছে। পুরো গ্রীষ্মজুড়ে মধ্যপ্রাচ্যে অবস্থান করার পর এটি এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল বেস কিটস্যাপে ফিরে যাচ্ছে।

এদিকে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি জোরদার করতে নিমিৎজকে সেখানে পাঠানো হয়েছিল।

অবশ্য মার্কিন সামরিক বাহিনীর বিমানবাহী রণতরীতে দুর্ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও মার্কিন নৌবাহিনীর আরেক রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের ডিসেম্বর মাসে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস গেটিসবার্গ ভুলবশত ট্রুম্যান থেকে উড্ডয়ন করা একটি এফ/এ-১৮ জেটকে ভূপাতিত করে। এরপর চলতি বছরের এপ্রিলে আরেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমান ট্রুম্যানের হ্যাঙ্গার ডেক থেকে পিছলে লোহিত সাগরে পড়ে যায়।

এরপর মে মাসে আবারও একই ধরনের ঘটনা ঘটে। সেসময় লোহিত সাগরে ট্রুম্যান রণতরীতে অবতরণের সময় একটি এফ/এ সিরিজের যুদ্ধবিমান থামার তারে আটকে না গিয়ে সাগরে পড়ে যায়। আর তাই পাইলট দুজনকে বাধ্য হয়ে ইজেক্ট করতে হয়।

তবে এসব দুর্ঘটনায় কোনও নৌসেনা নিহত হননি। ঘটনাগুলোর তদন্ত শেষ হলেও চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

দরিদ্র হলেই কি জান্নাতে যাওয়া যাবে? | ইসলামিক প্রশ্নোত্তর Oct 27, 2025
পাকিস্তানের রোষানলে সালমান খান Oct 27, 2025
বিএনপি ক্ষমতায় এলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, মানুষ ঘুমাতে পারবে না : ফয়জুল করিম Oct 27, 2025
রাতভর সংঘর্ষের পর আতঙ্কে ক্যাম্পাস ছাড়ছেন সিটি ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীরা! Oct 27, 2025
আফগানিস্তান-পাকিস্তান আলোচনার মধ্যেই সংঘর্ষে নিহত ৩০ Oct 27, 2025
রাতভর সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি যেন এখন ধ্বংসস্তূপ! Oct 27, 2025
মেট্রোরেলের ঘটনাস্থলে শুরুর দিকে যা দেখেছিলো এই তরুণ Oct 27, 2025
img
পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ Oct 27, 2025
প্রিজন ভ্যানে দাঁড়াতে চান ইনু! বসতে নির্দেশ পুলিশের! Oct 27, 2025
img
ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাহউদ্দিন আহমেদ Oct 27, 2025
img
বাণিজ্যিক ভাবে যাত্রা ‍শুরু করলো বিএসসির ‘বাংলার প্রগতি’ Oct 27, 2025
img
এনসিপিকে অন্য প্রতীক দিয়ে এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি: ইসি সচিব Oct 27, 2025
img
রিশাদকে নিয়ে আশাবাদী অধিনায়ক লিটন দাসের Oct 27, 2025
img
বিশ্বকাপে মাত্র ১ ম্যাচ জিতে বাংলাদেশ পাবে ৩ কোটি টাকার বেশি Oct 27, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণ পর Oct 27, 2025
img
ট্রাম্প-শি বৈঠকের আগে চীনের সতর্কবার্তা Oct 27, 2025
img
বিশ্বকাপ শেষে বরখাস্ত পাকিস্তান নারী দলের কোচ Oct 27, 2025
img
আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন Oct 27, 2025
img
জুবিন গার্গের ৩৮ হাজার গান নিয়ে ভক্তের জাদুঘর Oct 27, 2025
img
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি Oct 27, 2025