চলমান যুদ্ধবিরতির মধ্যেও দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল দাবি করেছে যে তারা হিজবুল্লাহর দুই সদস্যকে লক্ষ্যবস্তু করেছে, যদিও এ সংক্রান্ত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
কর্তৃপক্ষ জানায়, টাইর প্রদেশের নাকৌরা এলাকায় এক গাড়িতে চালানো ‘ইসরায়েলি শত্রুর হামলায়’ একজন নিহত হয়েছেন। আরেকটি হামলা হয় পূর্বাঞ্চলীয় বালবেক অঞ্চলের নবি শিত এলাকায়, যেখানে আরেকজনের মৃত্যু ঘটে।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বালবেক এলাকার আল-হাফির শহরে আরো এক হামলায় এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন এবং আরেকজন সিরীয় আহত হয়েছেন।
এমআর/টিকে