২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ ঢালিউডে গড়েছিলো এক অনন্য ইতিহাস। সেই সিনেমায় মেগাস্টার শাকিব খানকে দেখা গিয়েছিলো একদম নতুন অবতারে। গল্প, নির্মাণ আর শাকিবের উপস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো ছবিটি। মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিলো, আসবে এর সিক্যুয়েল—‘তুফান টু’। কিন্তু কবে, কীভাবে—সে প্রশ্নের উত্তর এতদিন অজানাই ছিলো ভক্তদের কাছে।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী ২০২৬ সালের নভেম্বরে শুরু হবে ‘তুফান টু’-এর শুটিং। আবারও পরিচালনার দায়িত্বে থাকছেন রায়হান রাফি, আর মুখ্য চরিত্রে শাকিব খান। তার সঙ্গে এবারও থাকছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি। জানা গেছে, ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুফান টু’। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে নির্মাতা এবং প্রযোজনা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র খবরটি নিশ্চিত করেছে।
‘তুফান’ যেভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলো, এবার সেই জায়গা আরও বড় করে নেওয়ার চেষ্টায় শাকিব–রাফি জুটি। ভক্তদের আশা, ‘তুফান টু’ও আগের মতোই নতুন ইতিহাস লিখবে ঢালিউডে।
এসএন