রাশমিকা মান্দানা, কারিনা কাপুর, আলিয়া ভাটের পর এবার ডিপ ফেক ভিডিওর শিকার হলেন দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতার একটি নগ্ন ভিডিও! এরপর দ্রুতই হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ করেছেন অভিনেতা।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নানা সময়ই নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটে চলেছে গোটা দুনিয়ায়। বিশেষ করে জনপ্রিয় মানুষদের ছবি, ভিডিও, কণ্ঠস্বরকে কাজে লাগিয়ে ঘটছে নানা অনৈতিক কাজ।
বিশেষ করে ডিপ ফেক ভিডিওর ফাঁদে পড়ে বিপাকে পড়েছেন বিনোদন দুনিয়ার মানুষরা।
এর আগে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছিল ভারতীয় কেন্দ্রীয় সরকারও। এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নানা মানুষ।
আর এবার সেই বিপাকেই পড়লেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক চিরঞ্জীবী।
সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ করে চিরঞ্জীবী জানিয়েছেন, তার ছবি ও ভিডিও ব্যবহার করে এই অনৈতিক কাজ করা হয়েছে। এই ডিপ ফেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আর্টিকেল ২১ অনুযায়ী, প্রাইভেসি, রেপুটেশন, সম্মান রক্ষার অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, অভিনেতার অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
এমকে/এসএন