এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিমের সঙ্গে তার ‘দুর্দান্ত সম্পর্ক’ আছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় পা রাখেন ট্রাম্প, যখন তিনি কিমের সাথে স্থানীয় ডিমিলিটারাইজড জোনে (উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সামরিক কার্যক্রম নিষিদ্ধ এলাকা) সাক্ষাৎ করেন।
অর্থনৈতিক ও নিরাপত্তা প্রণোদনার বিনিময়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করার জন্য দুই নেতা ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনবার বৈঠক করেছেন। যদিও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি তারা।
সোমবার (২৭ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় যাত্রাবিরতির সময় তিনি কিমের সাথে দেখা করতে প্রস্তুত।
যদি তিনি (কিম) দেখা করতে চান, আমি দক্ষিণ কোরিয়ায় থাকব। আমি সেখানেই থাকতে পারি (কিম দেখা করতে চাইলে)। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।
স্থগিত পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার মধ্যে ওয়াশিংটন কিমকে কী প্রস্তাব দিতে পারে জানতে চাইলে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। জোর দিয়ে বলেন, তিনি কেবল উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দেখা করতে চান।
সম্প্রতি ট্রাম্পের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন কিম নিজেও। বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে তার এখনও ‘ভালো স্মৃতি’ রয়েছে।
তবে তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের উচিত উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের ‘অযৌক্তিক’ দাবি থেকে সরে আসা।
সূত্র: আরটি
এমকে/টিএ