ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ এয়ার ইন্ডিয়ার পার্ক করা একটি বিমানের কাছে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বাসটিতে কোনো যাত্রী ছিল না। তবে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম এনিডিটিভির প্রতিবেদনে বলা হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভয়াবহ আগুনে বাসটি পুড়ে যেতে দেখা যায়। এসময় বাসটির কয়েক মিটার দূরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান পার্ক করা ছিল।
পুড়ে যাওয়া বাসটি বিমান বন্দরে বহু এয়ারলাইন্সের জন্য গ্রাউন্ড সার্ভিস দিতো বলে জানা গেছে। এনডিটিভি বলছে, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাসে আগুন লাগার বিষয়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনাকারী দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
দিল্লি বিমানবন্দরে তিনটি টার্মিনাল ও চারটি রানওয়ে রয়েছে। এই বিমানবন্দর দিয়ে বছরে ১০ কোটিরও বেশি যাত্রী যাতায়াত করে।