সারা দেশে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এতে মামলা ও পরোয়ানাভুক্ত আরো এক হাজার ৩৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫৩২ জন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম ও জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
এআইজি শাহাদাত বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত এক হাজার ৩৮ আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়। মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৫৭০ জনকে।
অভিযানে জব্দ করা হয় বার্মিজ টিপ চাকু দুটি, ৭ এমএম পিস্তল একটি, ৭.৭ এমএম পিস্তলের খালি ম্যাগাজিন একটি, ৭.৬২ এমএম পিস্তলের খালি ম্যাগাজিন একটি ও রামদা সাতটি।
আরপি/এসএন