টলিউড-বলিউড পেরিয়ে এবার পশ্চিমী বিনোদুনিয়ার পথে পা বাড়ালেন সৃজিত মুখোপাধ্যায়। প্রথমবার ইংরেজি সিনেমা পরিচালনা করতে চলেছেন টলিউডের ‘ফার্স্ট বয়’। খবর, শার্লক হোমস স্রষ্টা স্যর আর্থার কোনান ডয়েলকে ঘিরে এই সিনেমা। ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। ডয়েলের উত্তরসূরীদের উপস্থিতিতে সদ্য লন্ডনের সাংবাদিক বৈঠক থেকে এই সুখবর দিলেন পরিচালক।
লন্ডন সিটির দ্য গিল্ড হলে আর্থার কোনান ডয়েলকে নিয়ে ছবি ঘোষণা করলেন সৃজিত। তবে শুধু পরিচালক নন, সিনেমার সহ প্রযোজকের ভূমিকাও পালন করতে চলেছেন তিনি। জানা গেল, এবারে সৃজিত শুধু পর্দায় রহস্য উন্মোচন করবেন না, বরং খানিক ভিন্ন আঙ্গিকে তুলে ধরবেন শার্লক স্রষ্টার কল্পলোককে। ডয়েলের কল্পজগৎ এবং বাস্তব কীভাবে একে-অন্যের পাশে সমান্তরালে চলবে? ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’-এ সেটাই তুলে ধরবেন পরিচালক। সংবাদমাধ্যমের কাছে সৃজিত জানিয়েছেন, ‘মিসেস গিলক্রিস্ট’-এর হত্যা দিয়ে শুরু হবে গল্প। বাকি রহস্য এখনই ফাঁস করতে চান না তিনি!
ছবির যৌথ প্রযোজনায় সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড। উল্লেখ্য, এর আগে শার্লক হোমসকে নিয়ে হিন্দি ওয়েব সিরিজ শেখর হোমস পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। বিবিসি প্রযোজিত সেই সিরিজের পরিচালনা বহুল প্রশংসিত হয়েছে। এবার খোদ শার্লক স্রষ্টা তাঁর সিনেমার ‘নায়ক’। ছবির সহ-প্রযোজক শাহনাম জানান, সৃজিতের চিত্রনাট্য শুনেই রাজি হয়ে যান তিনি। তাঁর মন্তব্য, ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’-এ একেবারে নতুন আঙ্গিকে আবিষ্কার করা হবে। তবে আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা হলেও কাস্টিং কিংবা শুটিং, রিলিজের দিনক্ষণ এখনও জানানো হয়নি। তবে গোয়ন্দাপ্রেমী বাঙালি দর্শকরা যে সৃজিতের এই ‘মাস্টার ম্যাজিক’ দেখার জন্য মুখিয়ে থাকবেন, তা বলাই বাহুল্য।
এসএন