দিল্লিতে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির চেষ্টা ব্যর্থ

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র বায়ু দূষণ মোকাবেলায় কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর একটি পরীক্ষামূলক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (২৯শে অক্টোবর) শহরের ভয়াবহ ধোঁয়াশা পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ ক্লাউড সিডিং বা মেঘে বীজ বপনের এই পদক্ষেপ গ্রহণ করে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর এবং দিল্লি সরকারের একটি দল শহরের বিভিন্ন এলাকায় এই পরীক্ষা চালায়। তবে, ৫৩ বছরের মধ্যে প্রথম এই প্রচেষ্টা বাতাসে পর্যাপ্ত আর্দ্রতার অভাবে "সম্পূর্ণ সফল হয়নি" বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ক্লাউড সিডিং এমন একটি প্রক্রিয়া যেখানে সাধারণত সিলভার আয়োডাইডের মতো ছোট কণা মেঘের মধ্যে ছড়িয়ে দিয়ে বৃষ্টিপাত ঘটানো হয়। গত দুই সপ্তাহ ধরে, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩০০ থেকে ৪০০-এর মধ্যে ওঠানামা করছে, যা গ্রহণযোগ্য সীমার প্রায় ২০ গুণ।

মঙ্গলবার কর্তৃপক্ষ একটি সেসনা বিমান ব্যবহার করে সিলভার আয়োডাইড এবং সোডিয়াম ক্লোরাইডযুক্ত ফ্লেয়ার বায়ুমণ্ডলে নিক্ষেপ করে। আইআইটি কানপুর এক বিবৃতিতে জানিয়েছে যে, বৃষ্টিপাত না হলেও মঙ্গলবারের পরীক্ষার ফলে পার্টিকুলেট ম্যাটার বা বস্তুকণার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এটি ইঙ্গিত দেয় যে, সীমিত আর্দ্রতার মধ্যেও ক্লাউড সিডিং বায়ুর মান উন্নত করতে অবদান রাখতে পারে। তবে, প্রতিষ্ঠানটির পরিচালক মনীন্দ্র আগরওয়াল বিবিসি হিন্দিকে বলেছেন যে এটি দিল্লির দীর্ঘস্থায়ী দূষণ সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। তিনি বলেন, 'সাফল্যের একটি পরিমাপ হলো বৃষ্টিপাত, যা অবশ্যই হয়নি। গতকাল মেঘে আর্দ্রতার পরিমাণ খুব কম ছিল। আমরা অদূর ভবিষ্যতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।'

দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিরসা সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে মেঘে আর্দ্রতার মাত্রা বাড়লে এই পরীক্ষা পুনরায় করা হতে পারে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি অনুসারে, দিল্লিতে প্রথম ক্লাউড সিডিং পরীক্ষা হয়েছিল ১৯৫৭সালে, এরপর ১৯৭২ সালে আরেকটি প্রচেষ্টা চালানো হয়। মিস্টার আগরওয়াল জানান, ওই পরীক্ষাগুলোর লক্ষ্য ছিল খরা ব্যবস্থাপনা, কিন্তু দূষণ নিয়ন্ত্রণের জন্য এটিই প্রথম দেশীয় প্রচেষ্টা। ২০২৩ সালেও ক্লাউড সিডিং বিবেচনা করা হয়েছিল, কিন্তু আদালতের অনুমোদন না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

জলবায়ু পরিবর্তন ও টেকসই বিশেষজ্ঞ অবিনাশ মোহান্তি ২০২৩ সালে বিবিসিকে বলেছিলেন যে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে একিউআই কতটা কমানো সম্ভব সে সম্পর্কে পর্যাপ্ত গবেষণালব্ধ প্রমাণ নেই।

বিশ্বব্যাপী ক্লাউড সিডিং অনুশীলনের ফলাফল মিশ্র। চীন অলিম্পিকের আগে বৃষ্টিপাত ব্যবস্থাপনায় তাদের সাফল্যের কথা বলেছে। তবে, সংযুক্ত আরব আমিরাতে গত বছরের দুবাই বন্যার পর এই কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: বিবিসি
এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাদির হামলাকারীরা হাসপাতালেও এসেছিল, মন্তব্য জুমার Dec 14, 2025
img
আমার মনে হয় না আমি একজন ভালো অভিনেতা: সালমান খান Dec 14, 2025
img
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান: চীনা রাষ্ট্রদূত Dec 14, 2025
img
রুনা লায়লার গান শুনতে না পেরে আবেগী হয়ে পড়েছিলেন নাবিলা Dec 14, 2025
এম্বাসিতে প্রবাসীদের নিয়ে কথা বলতে গিয়ে সময় নষ্ট করেছি Dec 14, 2025
img
নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ Dec 14, 2025
img
ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৫ জনের, হাসপাতালে ভর্তি ৩৮৭ Dec 14, 2025
img
বরিশাল শহরে শ্রদ্ধা নিবেদন ঘিরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ Dec 14, 2025
img
বারবার তফসিল পরিবর্তন ও পদত্যাগের ঘটনায় স্থবির ব্রাকসু Dec 14, 2025
img
পরাজয় নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা Dec 14, 2025
img
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সমবেদনা Dec 14, 2025
img
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ Dec 14, 2025
img
হাদির ওপর হামলাকারী দুইজন দেশেই আছে: ডিএমপি Dec 14, 2025
img
হাদিকে হামলার ঘটনায় গ্রেপ্তার ২ জনের পরিচয় জানালো ডিএমপি Dec 14, 2025
img
সোমবার বন্ধ থাকবে সুইডেন দূতাবাসের অভিবাসন বিভাগ Dec 14, 2025
img
বিপিএলে রংপুরের ফাইনাল খেলা নিয়ে সোহানের মন্তব্য Dec 14, 2025
img

নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ

এমপিদের অনিয়ম অভিযোগ আকারে ইসি বরাবর পাঠাতে পারবেন স্পিকার Dec 14, 2025
img
সমুদ্রকিনারে স্বস্তিকার ৪৫তম জন্মদিন পালন Dec 14, 2025
img
অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে হামলায় প্রাণহানি অন্তত ১০ Dec 14, 2025
img
হাদিকে গুলির ঘটনায় মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারে মামলা Dec 14, 2025