দিল্লিতে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির চেষ্টা ব্যর্থ

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র বায়ু দূষণ মোকাবেলায় কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর একটি পরীক্ষামূলক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (২৯শে অক্টোবর) শহরের ভয়াবহ ধোঁয়াশা পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ ক্লাউড সিডিং বা মেঘে বীজ বপনের এই পদক্ষেপ গ্রহণ করে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর এবং দিল্লি সরকারের একটি দল শহরের বিভিন্ন এলাকায় এই পরীক্ষা চালায়। তবে, ৫৩ বছরের মধ্যে প্রথম এই প্রচেষ্টা বাতাসে পর্যাপ্ত আর্দ্রতার অভাবে "সম্পূর্ণ সফল হয়নি" বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ক্লাউড সিডিং এমন একটি প্রক্রিয়া যেখানে সাধারণত সিলভার আয়োডাইডের মতো ছোট কণা মেঘের মধ্যে ছড়িয়ে দিয়ে বৃষ্টিপাত ঘটানো হয়। গত দুই সপ্তাহ ধরে, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩০০ থেকে ৪০০-এর মধ্যে ওঠানামা করছে, যা গ্রহণযোগ্য সীমার প্রায় ২০ গুণ।

মঙ্গলবার কর্তৃপক্ষ একটি সেসনা বিমান ব্যবহার করে সিলভার আয়োডাইড এবং সোডিয়াম ক্লোরাইডযুক্ত ফ্লেয়ার বায়ুমণ্ডলে নিক্ষেপ করে। আইআইটি কানপুর এক বিবৃতিতে জানিয়েছে যে, বৃষ্টিপাত না হলেও মঙ্গলবারের পরীক্ষার ফলে পার্টিকুলেট ম্যাটার বা বস্তুকণার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এটি ইঙ্গিত দেয় যে, সীমিত আর্দ্রতার মধ্যেও ক্লাউড সিডিং বায়ুর মান উন্নত করতে অবদান রাখতে পারে। তবে, প্রতিষ্ঠানটির পরিচালক মনীন্দ্র আগরওয়াল বিবিসি হিন্দিকে বলেছেন যে এটি দিল্লির দীর্ঘস্থায়ী দূষণ সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। তিনি বলেন, 'সাফল্যের একটি পরিমাপ হলো বৃষ্টিপাত, যা অবশ্যই হয়নি। গতকাল মেঘে আর্দ্রতার পরিমাণ খুব কম ছিল। আমরা অদূর ভবিষ্যতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।'

দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিরসা সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে মেঘে আর্দ্রতার মাত্রা বাড়লে এই পরীক্ষা পুনরায় করা হতে পারে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি অনুসারে, দিল্লিতে প্রথম ক্লাউড সিডিং পরীক্ষা হয়েছিল ১৯৫৭সালে, এরপর ১৯৭২ সালে আরেকটি প্রচেষ্টা চালানো হয়। মিস্টার আগরওয়াল জানান, ওই পরীক্ষাগুলোর লক্ষ্য ছিল খরা ব্যবস্থাপনা, কিন্তু দূষণ নিয়ন্ত্রণের জন্য এটিই প্রথম দেশীয় প্রচেষ্টা। ২০২৩ সালেও ক্লাউড সিডিং বিবেচনা করা হয়েছিল, কিন্তু আদালতের অনুমোদন না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

জলবায়ু পরিবর্তন ও টেকসই বিশেষজ্ঞ অবিনাশ মোহান্তি ২০২৩ সালে বিবিসিকে বলেছিলেন যে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে একিউআই কতটা কমানো সম্ভব সে সম্পর্কে পর্যাপ্ত গবেষণালব্ধ প্রমাণ নেই।

বিশ্বব্যাপী ক্লাউড সিডিং অনুশীলনের ফলাফল মিশ্র। চীন অলিম্পিকের আগে বৃষ্টিপাত ব্যবস্থাপনায় তাদের সাফল্যের কথা বলেছে। তবে, সংযুক্ত আরব আমিরাতে গত বছরের দুবাই বন্যার পর এই কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: বিবিসি
এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এপ্রিলে চীন সফরে যাবেন ট্রাম্প Oct 30, 2025
img
বাবা হতে চলেছেন ‘বাহুবলি’র বল্লালদেব Oct 30, 2025
img
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ Oct 30, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে ৮ শিক্ষার্থী দগ্ধ Oct 30, 2025
img

চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা

সাবেক পুলিশ কমিশনার সাইফুল ট্রাইব্যুনালে হাজির Oct 30, 2025
img
মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিহত অন্তত ২৫ Oct 30, 2025
img
৩১ দফা এখন জাতির মুক্তির রূপরেখা : রাশেদুল আহসান রাশেদ Oct 30, 2025
img
আমরা প্রায় সব কিছুতেই একমত হয়েছি : ট্রাম্প Oct 30, 2025
img
নভেম্বরে গণভোটের আয়োজনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ Oct 30, 2025
img
দাপুটে জয়ে সিরিজ শুরু করল আফগানিস্তান Oct 30, 2025
img
১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারে নাই: রাশেদ খান Oct 30, 2025
img
চুক্তির কোনো ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প-শি বৈঠক Oct 30, 2025
img
রেদওয়ান রনির নতুন চমক ‘দম’, কে হচ্ছেন নায়িকা? Oct 30, 2025
img
বাণিজ্য বাড়াতে পাকিস্তান-সৌদি আরবের যৌথ অর্থনৈতিক প্রকল্পের সূচনা Oct 30, 2025
img
ঘাড়ে বলের আঘাতে হাসপাতালে ১৭ বছর বয়সী ক্রিকেটার Oct 30, 2025
img
চট্টগ্রাম স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষ, আহত ১০ Oct 30, 2025
img
অভিনেতা হওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন আয়ুষ্মান Oct 30, 2025
img

তারেক রহমান

ক্ষমতায় এলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি Oct 30, 2025
img
জাবি ছাত্রকে মারধর, ৭ বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা Oct 30, 2025
img
ট্রাম্প-জিনপিং বৈঠকে খনিজ চুক্তি, চীনা পণ্যে মার্কিন শুল্ক কমলো ১০ শতাংশ Oct 30, 2025