টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের সিনেমা জীবনের দুই দশক পূর্ণ হয়েছে। দীর্ঘ সময় ধরে সাফল্যের সঙ্গে পর্দায় টিকে থাকার পেছনে রয়েছে তার একনিষ্ঠ পরিশ্রম ও দর্শকদের ভালোবাসা।
এ বিষয়ে অভিনেত্রীর বাবা বিশিষ্ট আভিনেতা রঞ্জিত মল্লিক বলেন , “অবশ্যই কোয়েল পরবর্তী সময়ে অনেক পরিশ্রম করেছে, দর্শকদের ভালোবাসা পেয়েছে, নাহলে কুড়ি বছরের উপর কোয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারত না।”
ক্যারিয়ারের শুরু থেকেই নিজের মেধা, নাচ-অভিনয় আর পরিশ্রম দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। সময়ের সঙ্গে চরিত্রে বৈচিত্র্য এনেছেন, বেছে নিয়েছেন চ্যালেঞ্জিং গল্প। সেই কারণেই আজও কোয়েল টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে সমান জনপ্রিয়।
আরপি/এসএন