পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আগামী ১৬ নভেম্বর একটি অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সচিবদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র মেরামত, ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি, পার্বত্য এলাকায় হেলিপ্যাড নির্মাণ, সরকারি প্রচারযন্ত্রে ভোটের কার্যক্রম প্রচার, বিদেশি পর্যবেক্ষকদের ভিসা সহজীকরণ, ঋণ খেলাপিদের চিহ্নিতকরণ, বাহিনীর সাশ্রয়ী বাজেট, আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ, পরীক্ষায় প্রভাব না পড়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মেডিক্যাল টিম গঠন ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।
ইসি সচিব জানান, ভুল তথ্য প্রতিরোধে এআই ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক প্রচারণার আলোচনা হয়েছে। ভুল তথ্য ও প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না করতে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ভুল তথ্য শনাক্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটি সেল গঠন করা হবে।
তিনি বলেন, সিভিল ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বদলির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সচিব জানান, ৮টি রাজনৈতিক দল নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তাদের বক্তব্য শুনেছি… আপনারা জানেন, পরশুদিন পত্রিকায় হেডলাইন ছিল—এ বিষয়ে সরকার সিদ্ধান্ত দেবে।”
প্রতিদিন নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর আগমন চাপ সৃষ্টি করছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন, রাজনৈতিক দল এবং ভোটার—এই তিনটি মূল ধারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখবেই, এবং এটি কমিশনকে কোনো চাপের মধ্যে ফেলছে না।
কেএন/টিকে