রাজধানীর যাত্রাবাড়ীর ডাচবাংলা রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল মজিদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি যশোরের চৌগাছা থানার সিংহজুরি ইউনিয়নের বিএনপির সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭ টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মজিদ যশোরের চৌগাছা থানার জামালতা গ্রামের নুরুল ইসলামের ছেলে ছিলেন। তিনি এলাকায় ব্যবসা করতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মৃত আব্দুল মজিদের বন্ধু আলমগীর হোসেন জানান, তারা চারজন দুই মোটরসাইকেলে করে যশোর থেকে গিয়েছিলেন কক্সবাজারে। সেখান থেকে যশোর ফেরার উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন। মজিদ আলমগীরের মোটরসাইকেলের পেছনে ছিলেন।
 যাত্রাবাড়ী ডাচবাংলা রোডে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।পরে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, হাসপাতালের জরুরী বিভাগের মধ্যে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছিলাম। ঘটনাটি তারাই তদন্ত করছে।
এমআর