নেদারল্যান্ডসের ডি-৬৬ দলের প্রধান রব জেটেন জয় উদযাপনে কেক কাটছেন।    
নেদারল্যান্ডসের নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অতিডানপন্থি দলের প্রধান গির্ট ওয়াইল্ডার্সের বিপক্ষে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপন্থি দলের নেতা রব জেটেন। আর এই চমকপ্রদ জয়ের ফলে তিনি দাবি করছেন ইউরোপে জনতুষ্টিবাদী রাজনীতিকে পরাজিত করা সম্ভব।
এর মাধ্যমে ৩৮ বছর বয়সী মধ্যপন্থি ডি-৬৬ (ডেমোক্র্যাট) দলের প্রধান জেটেন হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। আর তা হলে ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম বৃহৎ অর্থনীতির এই দেশটিতে তিনি হবেন নিজেকে খোলামেলাভাবে সমকামী দাবি করা প্রধানমন্ত্রী।
ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনে অতিডানপন্থি দলগুলো কক্ষমতাসীন হলেও ডাচদের এই নির্বাচনে মাধ্যমে ইউরোপে জনতুষ্টিবাদী রাজনীতির কণ্ঠরোধ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
রব জেটেন বলেছেন, ইসলাম ও অভিবাসনবিরোধী গির্ট উয়াইল্ডার্সের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জনগণের এই বিজয় তাকে আশাবাদী করে তুলছে। জেটেন বলেন, ‘আমি মনে করি আমরা ইউরোপ ও বিশ্বের কাছে দেখিয়েছি যদি ইতিবাচক বার্তা দেশের মানুষের কাছে পৌঁছানো যায় তবে জনতুষ্টিবাদী আন্দোলনকে পরাজিত করা সম্ভব।’
এই নির্বাচনে একটি আসনের ভোট এবং পোস্টাল ভোটগুলো গণনা করা এখনো বাকী আছে। তবে সর্বশেষ সংবাদ অনুযায়ী, রব জেটেন তার প্রতিদ্বন্দ্বি গির্ট ওয়াইল্ডার্সের পিভিভি ফ্রিডম পার্টির চেয়ে ১৫ হাজার ১৫৫ ভোট বেশি পেয়েছেন। ১৫০ আসনের পার্লামেন্টে ডি-৬৬ ও পিভিভি দুই দলই ২৬টি করে আসন পেতে যাচ্ছে। পোস্টাল ভোট গণনার পর আগামী সোমবারের আগে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে না বলে জানা গেছে।
ইএ/টিকে