গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শুক্রবার (৩১ অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। উপজেলার উত্তর ধুমাইটারী এলাকার তমিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রবিউল ইসলাম রুবেল (২৪)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের বকুলতলা মীরবাগ এলাকার জামরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আরো দুই আরোহী আহত হয়েছেন। তারা হলেন- একই ইউনিয়নের নাজিরদহ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আলমগীর মিয়া (২৫) ও রমজান আলীর ছেলে সোহেল রানা (১৮)। তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় লোকজন জানান, হতাহতরা ৩টি মোটরসাইকেলে ছয়জন মিলে বিকেলে সুন্দরগঞ্জের হরিপুর মাওলানা ভাসানী সেতু ঘুরতে আসেন।
সেতু দেখে ফেরার পথে তমিজের মোড়ে এলে সামনের একটি মোটরসাইকেল হঠাৎ ডানে মোড় নিলে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে পড়ে যায়। পরে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে তিনটি মোটরসাইকেলই দুর্ঘটনায় পড়ে এবং রুবেল ঘটনাস্থলেই মারা যান। তিনটি মোটরসাইকেলই বেপরোয়া গতিতে আসছিল।
অতিরিক্ত গতির কারণেই ভারসাম্য হারিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মরদেহ থানায় আনে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের আঘাত গুরুতর নয়।’
উল্লেখ্য, কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগের মাধ্যম ওই সেতু উদ্বোধনের পর থেকেই একদল তরুণ বেপরোয়া গতিতে দলবেঁধে মোটরসাইকেল চালিয়ে যাতায়াত শুরু করে। ছুটির দিনে এই প্রবণতা আরো বৃদ্ধি পায়। গত ২০ আগস্ট সেতুটি উদ্বোধনের পর থেকে বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত বেশ ক’জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন অনেকে। পুলিশের কঠোর নজরদারি না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।